চা শ্রমিক ডটকমঃ হবিগঞ্জ চুনারুঘাট উপজেলা ৩০ জানুয়ারী শনিবার পাহাড়ি অঞ্চল লালচান্দ চা বাগানের চা শ্রমিকদের মাঝে বিনামূল্যে ঔষুধ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।
লালচান্দ চা বাগান বড় মাঠ প্রাঙ্গণে সকাল ১০ টার সময় হতে ব্যাপী প্রায় ৫০০শত চা শ্রমিকদের ফ্রি মেডিকেল, বিনামূল্যে ঔষুধ বিতরণ, রক্ত পরিক্ষা করা, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা জন্য প্যাড বিতরণ, এবং বিস্কুট খাবার করা হয়।
চা শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষুধ বিতরণের বিশেষ অবদান ও উদ্যোগ পালন মানবতার ফেরিওয়ালা ব্যাংকার ট্রাভেলার্স, আর বিশেষভাবে এই বিনামূল্যে ফ্রি মেডিকেল সফল ও সুন্দরভাবে সার্বিক সহযোগীতা করেন জনকল্যাণের মানবতার ফেরিওয়ালা মাদার তেরেসা গ্রুপ, যাদের অনুপ্রেরণা আর পরিচালনা ও আয়োজনে বিশেষ সহযোগীতা করেন লালচান্দ চা বাগান শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply