শ্রীমঙ্গলে চেতনানাশক দ্রব্য খাইয়ে ডাকাতি। 

রিপন মৃর্ধা/অজয় সিংঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৪৭ Time View

চা শ্রমিক ডটকমঃ শ্রীমঙ্গলে পরিবারের সবাইকে চেতনানাশক দ্রব্য খাইয়ে ডাকাতি সংঘটিত হয়েছে। গত (৪ফেব্রুয়ারী) দিবাগত রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল শ্যামলি আ/এ বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন সভাপতি, মোবাইল ওয়ার্কশপের সত্ত্বাধিকারী খালেদ আহমেদ (৩৫) বাসার অন্যদের সাথে রাতের খাবার খাওয়ার পর রাত্র ১২টার দিকে অচেতন হয়ে ঘুমিয়ে পড়েন।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে শ্যামলি আ/এ বাসিন্দা খালেদ আহমেদ (৩৫) ও তার মা, স্ত্রী, দুই ভাই সহ কাজের মহিলা কে খাবারের সাথে চেতনানাশক খাইয়ে প্রথমে অচেতন করে ডাকাতরা। পরে তারা জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ৫ ভরি স্বর্ণের অলঙ্কার ও নগদ ৫ লক্ষাধিক টাকাসহ মূল্যবান মালামাল ডাকাতরা নিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

ওই পরিবারের সাত সদস্যকে অচেতন অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং

বিষয়টি তদন্ত করার পাশাপাশি ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category