চা শ্রমিক ডটকমঃমৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানে (শুক্রবার ৫ ফেব্রুয়ারি) শুভ উদ্ধোধন হলো ইত্যাদি স্পোর্টি ক্লাব মদনমোহনপুর চা বাগান আয়োজিত প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১(সিজন এক)। উক্ত টুর্নামেন্টে যে দুটি দল অংশ গ্রহণ করে রাজনগর চা বাগান RCC স্পোর্টিং ক্লাব বনাম গোপালনগর স্পোর্টিং ক্লাব কমলগঞ্জ।
শুভ উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু পুষ্প কুমার কানু। ইউ,পি সদস্য সাবিদ আলী। বাগান সভাপতি উমাশংকর গোয়ালা। এ্যাডভোকেট মোঃ মুহম্মদ আলী। বাগান স্টাফ আব্দুল রাজ্জাক। জগৎ সিং প্রমুখ ।
বক্তারা বলেন মাদক নেশায় দিন দিন যুব সমাজ নষ্ট হচ্ছে। হাজার হাজার পরিবার কষ্ট পাচ্ছে এই নেশায়। আমরা যদি প্রত্যেকে খেলায় অগ্রসর হয় তবে মদ,হারিয়া, গাজা, ইয়ারা ইত্যাদি এইসব নেশা তো দূরের কথা কেউ পান সিগারেট খাবে না। আর দিন দিন ক্রিকেট খেলা উন্নতি হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাবে আরো আরো নতুন নতুন ক্রিকেট খেলোয়াড়।
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেই গোপালনগর স্পোর্টিং ক্লাব কমলগঞ্জ।
শুরু তেমন ভালো করতে পারেনি গোপালনগর স্পোর্টিং ক্লাব কমলগঞ্জ ৮১/৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে রাজনগর চা বাগান ৪ উইকেট হারিয়ে সহজে জয় লাভ করে।
ম্যান অফ দ্য ম্যাচ অনিক (রাজনগর চা বাগান)
Leave a Reply