হারানো সংবাদ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৫৮ Time View

চা শ্রমিক ডটকমঃ আকাশ তাতীঁ(২৬) উচ্চতা আনুমানিক ৫’৩” গায়ের রং শ্যামলা পিতাঃ বিমল তাতীঁ লাখাই চা বাগানের উড়িশ্যা টিলার গত ১৩ই ফেব্রুয়ারি শনিবার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী চৌমুহনী বাসষ্ট্যান্ড হতে হারিয়ে গেছে।

পারিবারিক সুত্রে যানাযায় বিগত ৩ বছর যাবৎ সে ঢাকার নারায়ণগঞ্জের সোনারগাও এলাকার আমান সিমেন্ট কারখানায় মুকুল মিয়া ঠিকাদারের মাধ্যমে শ্রমিক হিসাবে কর্মরত ছিল।

গত১২ ই ফেব্রুয়ারী পার্শবর্তী এলাকায় কর্মরত রশিদপুর চা বাগানের আদিত্য কেওট নিখোঁজের পরিবার কে আকাশ তাতীঁ মানোষিক ভারসাম্যহীনতায় ভুগছিল বলে যানায় বিষয়টি জানতে পেরে তাহার সম্পকিত নারায়ণগঞ্জে থাকা নিখোঁজের ভাই সুখেন তাতীঁকে বিষয়টি জানালে ১৩ই ফেব্রুয়ারিআকাশ তাতীঁ( রবিন)কে বাড়ীতে নিয়ে আসতে যায় সেখান হতে বাড়ীতে ফেরার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে যাত্রাবাড়ী বাসষ্ট্যান্ডে পৌছালে সেখান হতে হারিয়ে গেলে অনেক খুঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি ।

যদি কোন ব্যাক্তি ছেলে টিকে পেয়ে/দেখে থাকেন দয়াকরে ০১৩০৭১৪৫৪০২ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category