উৎসবমুখর পরিবেশে রেমা চা বাগানে নারী দিবস উদযাপন 

লিটন মুন্ডা , লস্করপুর ভ্যালী প্রতিনিধিঃ 
  • Update Time : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৬৪৪ Time View

সারা বিশ্বের ন্যায় আজ ৮ ই মার্চ ২০২১ ইং সোমবার সকাল ১১ টায় হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।  এতে লস্করপুর ভ্যালীর  ২৩ টি চা বাগানের প্রায় ৮ শতাধিক চা শ্রমিক,  যুবক-যুবতীরা  অংশ গ্রহণ করেন।   আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আয়োজক ছিলেন বাংলাদেশ চা কন্যা নারী সংগঠন এবং সার্বিকভাবে সহযোগিতা করেন লস্করপুর ভ্যালীর সকল চা বাগানের চা শ্রমিকবৃন্দ।

 

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সদস্য সচিব – সন্ধ্যা রানী ভৌমিক  শুভেচ্ছা বক্তব্য  দিয়ে অনুষ্টানের শুভ সূচনা করেন।  নারীদের ১৩ দফা দাবী  বর্ননাকারে পেশ করেন বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের আহবায়ক – খাইরুন আক্তার। অনুষ্ঠানটি সভাপতিত্বে করেন রেমা চা বাগানের চা শ্রমিক নারী নেত্রী – বিজলা গোয়ালা এবং পরিচালনা করেন বাংলাদেশ  চা কন্যা নারী সংগঠনের উপদেষ্টা – মাহমুদা খাঁ।

 

আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ও অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান – ফৌরদৌস আরা বেগম তিনি বলেন – ” নারীরা আজ বিশ্বের কাছে সব দিগ দিয়ে এগিয়ে থাকলেও অধিবাসী চা শ্রমিক নারীরা এখনও পেছুনেই রয়ে পড়ে আছে এর মুল কারণ  পুরুষরা নারীদের মর্যাদা দিতে শিখে নাই ,,  প্রধান অালোচক হিসেবে ছিলেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক – জলি তালুকদার।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের সফলমন্ডিত করেছেন  কবি ও সাহিত্যিক – তাহমিনা বেগম গিনি,  জাগরন   যুব ফোরামের সভাপতি – মোহন রবিদাস,  নাট্যকার ও কথা সাহিত্যিক – রুমা মোদক,  এক্টিভিট ও নারী অধিকার কর্মী – মাহফুজা হক, বাংলাদেশ চা কন্যা নারী সংগঠন ও নারী অধিকার কর্মীর উপদেষ্টা – মাহমুদা খাঁ,   চুনারুঘাট ব্যতিক্রম চা ছাত্র যুব সংগঠনের প্রতিষ্ঠতা সভাপতি – রনি যাদব, বিরেন কালিন্দী,  লালন পাহান,  প্রনব,  সিলেট ভ্যালির প্রতিনিধি সাংবাদিক মোঃ হানিফ প্রমূখ।

 

অনুষ্ঠান শেষে সকলকে  দুপুরের  খাবার দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান  ও মঞ্চ নাটক মঞ্চায়িত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category