সিলেটে বাল্মীক দাস সমাজের বার্ষিক মহা সম্মেলন সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৬১২ Time View

চা শ্রমিক ডটকমঃবাংলাদেশ উড়িষ্যা বাল্মীক দাস সমাজের ৪৫তম বার্ষিক মহাসম্মেলন ২০২১ সম্পন্ন হয়েছে। শনিবার সিলেট সুরমা ভ্যালী দলদলি চা-বাগান এর আয়োজনে দলদলি চা বাগান মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

দাস সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি সারথী দাসের সভাপতিত্বে ও দলদলি শাখার কোষাধ্যক্ষ হরিচরণ দাস ও দলদলি চা-বাগান যুব সংঘের সভাপতি মনোরঞ্জন দাসের যৌথ পরিচালনায় সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলদলি চা বাগানের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান, বিটিইএসএ এর সাবেক কোষাধ্যক্ষ এডভোকেট এ. এইচ. এম জাফর চৌধুরী, ৬নং টুকের বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার আবুল কাশেম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমেশ মুন্ডা, সমাজসেবক তোফায়েল আহমদ তালুকদার, ডা. বিপন কুর্মী, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান দানেস সাংমা।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, বাল্মীক দাস সমাজের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশ্বনাথ দাস, সংগঠক কমল দাস, বিচারপতি অরুন দাস, পুরোহিত ভাস্কর দাস, সমাজ প্রধান পরিমল দাস, কোষাধ্যক্ষ সুদন দাস, জেলা সম্পাদক কমল দাস, পুরোহিত বাসু দাস, সম্পাদক গামু দাস, দপ্তরি বাবুল দাস।

 

উপদেষ্টামন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্চলিক প্রতিনিধি মধু দাস ও রঞ্জিত দাস, সদস্য গৌরি দাস, কৃষ্ণা দাস, মঞ্জু দাস, নরীন্দ্র দাস, গণেশ দাস, প্রফুল্ল দাস, কামনা দাস, আশি^ন দাস, কর্ণদাস বাবু, কেজুরিছড়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মহেশ^র দাস, গান্ধিছড়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কৃষ্ণ দাস, সর্বজনীন কীর্ত্তন মাষ্টার বাবুয়া দাস, আমরাইলছড়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি চিতমোহন দাস, সদস্য কর্ণ দাস, দলদলী চা বাগান কমিটির সভাপতি অমল দাস, বিচারপতি সুদেন দাস, পরিচালক মিন্টু দাস, সম্পাদক উপেন্দ্র দাস, সহ সভাপতি উজ্জলী দাস, অপু দাস, বিশ্বজিৎ দাস, সবুজ দাস, সাজন দাস, উত্তম দাস, জুয়েল দাস, দিকেন দাস, অনুকুল দাস, অতুল দাস, বাদল দাস, অনুপম দাস, বাবুল দাস, রাজেশ দাস, আপন দাস, রুবেল দাস, জগদীশ দাস, সম্মেলন পরিচালনা কমিটির সদস্য উষা দাস, ঈশিতা দাস, বাপ্পি দাস, শিলা দাস, নীলা দাস, সুচিত্রা দাস, রিতা দাস, নিশিতা দাস, ঝিলিমিলি দাস, প্রীতি দাস, শিরিনা দাস, মিলি দাস, সীমা দাস, নয়নমনি দাস, কাজল মনি লাল, সিলেট সুরমা ভ্যালীর উপদেষ্টা রঘু দাস, বিচারপতি সুদন দাস, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি উজ্জলী দাস, সম্পাদক অনাধী দাস, কোষাধ্যক্ষ হরি দাস, পরিচালক মিন্টু দাস, দপ্তর সম্পাদক বাবুই দাস, গকুল দাস চৌধুরী, শিবচরণ দাস চৌধুরী, বীরেন্দ্র দাস চৌধুরী, সারথী দাস চৌধুরী, সুশিল দাস চৌধুরী, স্বপন দাস চৌধুরী, সুজন দাস চৌধুরী, কমল দাস চৌধুরী, বিজয় দাস চৌধুরী, পলন দাস চৌধুরী, রমন দাস দপ্তরী, সনিয়া দাস চৌধুরী, গপেন্দ্র দাস চৌধুরী প্রমুখ।

 

অনুষ্ঠানে দাস সমাজের ৬৫ গুণীজন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category