আড়ং’ কর্তৃক ইসলামের শাশ্বত ও অন্যতম বৈশিষ্ট্য পবিত্র দাড়ি নিয়ে অবমাননাকর আচরণ প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম জেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি আজ ১৬ মার্চ মঙ্গলবার বেলা ৩টায় চট্টগ্রাম ২নং গেইটস্থ আড়ং আউটলেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।সংগঠনের দক্ষিণ জেলা সভাপতি ছাত্রনেতা নুরের রহমান রনি’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য ছাত্রনেতা আ ল ম হুমাইর কাইসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় অর্থ সম্পাদক যুবনেতা মাও. নুরুল্লাহ রায়হান খান। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনার চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আব্দুল্লাহ আল জাবের।প্রধান অতিথি বলেন-দাড়ি ইসলামী সংস্কৃতি ও অনুশাসনের অন্যতম অনুষঙ্গ।ইসলাম ধর্মের অন্যতম নিদর্শন দাড়ি রাখা নিয়ে সম্প্রীতি সময়ে আড়ং কর্তৃক অসদাচারণ ও নিয়োগ বিধিতে দাড়ি রাখলে চাকরি হবেনা মর্মে প্রচারিত বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।তিনি বলেন-চাকরির ভাইভাতে দাড়ি না রাখার শর্তারোপ করে এ শিল্প প্রতিষ্ঠান সারাদেশের ধর্মপ্রাণ মুসলমনাদের বিশ্বাসে আঘাত করেছে।তিনি বলেন- কোনো ধরনের ছলচাতুরীর আশ্রয় না নিয়ে আড়ং কর্তৃপক্ষকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।তিনি নিয়োগ বোর্ড কর্মকর্তার বহিষ্কার দাবি ও তাদের নিয়োগ নীতিমালা স্পস্ট করে যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতির কাছে কর্তৃপক্ষ ক্ষমা না চায় তাহলে আড়ংয়ের পন্য বর্জন করে তাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।প্রধান বক্তা বলেন- দাড়ি পৌরষত্বের পরিচয় বহন করে।শুধু শরয়ী নির্দেশনাতে দাড়ির উপকার- গুরুত্ব সীমাবদ্ধ নয় বরং চিকিৎসা বিজ্ঞানীদের কাছেও এর উপকারিতা প্রমাণিত।ইসলামী নিদর্শন অবমাননার কারণে তিনি আড়ংকে কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার আহবান জানান। এতে স্বাগত বক্তব্য রাখেন যুল-ইয়ামিনের সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইকবাল জাহিদ। বক্তব্য রাখেন- ছাত্রসেনা কেন্দ্রীয় পর্ষদের ছাত্রকল্যাণ সম্পাদক ছাত্রনেতা এম. জুননুরাইন খোকন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছাত্রনেতা এনামুল হক, দক্ষিন জেলা ছাত্রসেনা সাধারণ সম্পাদক রিদোয়ান সাজ্জাদ, চট্টগ্রাম মহনগর দক্ষিণ সাধারণ সম্পাদক জহির উদ্দীন,চট্টগ্রাম মহানগর উত্তর দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান,ছাত্রসেনা উত্তর জেলার কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ ফারুক হোসাইন, যুল-ইয়ামিনের অর্থ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন আরাফাত। এতে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ মাসুম বিল্লাহ, তৌফিক আলী সাকিব, আমির হামযা, হাবিবুর রহমান শিহাব, ফজলে রাব্বি,মুহাম্মদ ফরহাদ, ফয়সাল ফাহিম প্রমুখ।
Leave a Reply