সারেজমিন প্রতিবেদন, চা শ্রমিক ডটকমঃ আজ ২৩ শে মার্চ মঙ্গলবার সকাল ০৭ ঘঠিকা হতে বালীশিরা ভ্যালীর নন্দরানী চা বাগানের শ্রমিকেরা অভিযোগক্তবা গান ব্যাবস্থাপক, বাগান কর্মচারী সদস্যর অপসারনের দাবীতে এ কর্মবিরতির ঘোষনা দেওয়া হয়েছে।
ঘঠনাস্থলে আন্দোলন কারীদের সুত্রে যানাযায় বিগত ১৩ই জানুয়ারী বুধবার বাগানের সাপ্তাহিক হাজিরা সময়ে বাগানটির সাবেক পঞ্চায়েত কমিটির সভাপতি ধ্রুব শিং গড়কে হাজিরা কম দেবার কারনে হাজিরা কারন জানতে চাইলে
সর্দারের নিকট যেনে নেবার জন্য বলা হলে হাজিরা না নিয়েই চলে যান। এ বিষয়ে
কলম কম কাটার কারনে হাজিরা কম দেওয়া হয়েছে জানতে পারেন।
এবিষয়ে পরদিন বাগান ব্যাবস্থাপক গনেদের ধ্রুব শিং গড় সেকসনে পুরোনো চা গাছ ও বিভিন্ন সমস্যার কথা যানান ও সেকসনটি দেখে আসার অনুরোধ করেন।
ঘঠনার সুত্রে ১৫ই জানুয়ারী সেকসনে কাজে গেলে বাগান ব্যাবস্থাপক বাগান কর্মচারীগনেদের কারো উপস্থিতি না থাকায় তিনি অফিসে চলে আসলে পরবর্তী সময়ে বেশ কিছু অনান্য একই ভুক্তভোগী শ্রমিকেরা অফিসে চলে আসে এবং তাদের দাবী যানায় বলে যানাযায়।
এরই ধারাবাহিকতায় গত ১৬ই জানুয়ারী উক্ত বাগানের ৪ জন বাগান কর্মচারী বাদী হয়ে ধ্রুব শিং গড়ের বিরুদ্ধে কাজে বিঘ্ন ঘঠানো ও অশালীন আচরনের অভিযোগ এনে সহ- ব্যাবস্থাপক বরাবর অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পেক্ষিতে বাগান ব্যাবস্থাপক ধ্রুব শিং গড়কে কারন দর্শানোর নোটিশ প্রদান করলে বিষয়টি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন,বিভাগীয় শ্রম দপ্তর( ডি,ডি,এল) সংযুক্ত প্রতিষ্ঠান কে অবগত করে জবাব দিলে গত ০৯ই মার্চের শ্বারকে ১৩ই মার্চ সকাল ১১ঘঠিকায় ৩ সদস্যর তদন্ত কমিটির সম্মুখে উপস্থিত হবার নির্দেশ প্রদান করলে উল্লেখিত তারিখে তদন্তকারী সদস্যগনের উপস্থিতিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ের পক্ষে ২জন উপস্থিতে ধ্রুব শিং গড়ের উপর অনিত কাজে বিঘ্ন ঘঠানোর অভিযোগটি বর্তমান বাগান পঞ্চায়েত কমিটির সেক্রেটারি সন্জু তাতীঁ তা মিথ্যা বলে তদন্তকারী কমিটিকে অবগত করেন।
এরই ধারাবাহিকতায় ১৫ই মার্চ চাকুরী হতে বরখাস্তের( ডিসমিস) নোটিশ প্রদান করে।
ধ্রুব শিং গড়ের আবেদনের প্রেক্ষিতে বিভাগীয় শ্রম দপ্তর গত ১৬ই মার্চ ত্রীপক্ষীয় আলোচনার বৈঠক ডাকলে বাগান ব্যাবস্থাপক সাপ্তাহিক হাজিরার অজুহাতে বৈঠকে উপস্থিত হয়নি পরবর্তী ২২শে মার্চ পূনঃরায় তারিখ নির্ধারণ করা হলেও ২পক্ষ উপস্থিত হলেও বাগান ব্যাবস্থাপকগনেরা উপস্থিত না হওয়াতে বিভাগীয় শ্রম দপ্তর হতে টেলিফোনে যোগাযোগ করা হলে কোম্পানীর নির্দেশনা না পাওয়া আলোচনা বৈঠকে অংশ নেননি বলে যানান।
এরিই ধারাবাহিকতায় আজ ২৩শে মার্চ সকাল ৭ঘঠিকা হতে বাগানের অফিসের সম্মুখে চা শ্রমিকেরা জড়ো হয়ে ধ্রুব শিং কে পূনঃবহাল এবং অভিযুক্ত বাগান ব্যাবস্থাপক, বাগান কর্মচারী(ষ্টাফ) কে অপসারনের দাবীতে অনিষ্টকালের জন্য কর্ম বিরতি ঘোষনা দেয় চা শ্রমিকেরা।
এবিষয়ে বাগান ব্যাবস্থাপকের সহিত চা শ্রমিক ডটকমের মুঠোফোনে যোগাযোগ হলে তিনি যানান বিষয়টি যেহেতু আইনি প্রকৃয়াতে রয়েছে আইনি প্রকৃয়াতে সমাধান হবে যানান।
Leave a Reply