চা শ্রমিক ডটকমঃ আজ ২৪শে মার্চ সকাল ০৮ ঘঠিকা হতে১০ ঘঠিকা পর্যন্ত ২ঘন্টা উৎসব বোনাস প্রদানে কারচুপির অভিযোগে দারাগাও চা বাগানের বাগান পঞ্চায়েত কমিটি ও শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে।
যানাযায় গত সোমবার বিকাল ৫ঘঠিকায় উৎসব বোনাস প্রদানকালে ২০২০ -২০২১ খ্রিঃ অবসর ( রিটায়ার্ড) প্রাপ্ত এবং মৃত শ্রমিকগনের পাওনা তালিকায় না আসায় কোন শ্রমিক উৎসব বোনাস গ্রহন করেনি।
বিষয়টি বাগান পঞ্চায়েত সদস্যরা বাগান ব্যাবস্থাপক ফরিদ আহমদ(শাহীন) কে অবগত করলে তিনি বোনাসপ্রাপ্ত রিটায়ার্ড, মৃত শ্রমিকদের নাম না আসার বিষয়টি জানতেন না বলে উর্ধতন কর্মকর্তাগনের সহিত বিষয়টি আলোচনা করবেন বলে জানান এবং বাগান পঞ্চায়েত কমিটির সদস্যদের তাদের নেতৃবৃন্দের সহিত কথা বলতে বলেন।
শ্রমিকরা ব্যাবস্থাপকের সহিত বাগান পঞ্চায়েত কমিটির আলোচনার পেক্ষিতে সন্ধ্যা ৭ ঘঠিকায় উৎসব বোনাস গ্রহন করে চলেযায় পরদিন বিষয়টি কোন নিষ্পত্তি না হওয়াতে ২ঘন্টা কর্মবিরতি পালন করে।
বিষয়টি নিষ্পত্তি না হলে পরবর্তী ঘোষনা আসতে পারে বলে কর্মবিরতিতে যানাযায়।
Leave a Reply