চা শ্রমিক ডটকমঃমৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার মাকরিছড়ার বাসিন্দা মঈন মিয়া (৭০)।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, মঈন মিয়ার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল থেকে। ২১ মার্চ তিনি করোনায় আক্রান্ত হন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় তিনি মত্যুবরন করেন।
ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। তার বাসার সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply