নালুয়া চা বাগান সহ অনান্য বাগান সমুহে হোলি উৎসব উদযাপন 

লিটন মুন্ডা , নালুয়া প্রতিনিধিঃ 
  • Update Time : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৭০০ Time View

চা শ্রমিক ডটকমঃ গতকাল লস্করপুর ভ্যালির  নালুয়া চা বাগানে উৎসব মুখর পরিবেশে নালুয়া উন্নয়ন যুব সংঘ এর আয়োজনে হোলি উৎসব ২০২১ ইং পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ২ নং আহম্মাদাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যার পদ প্রার্থী – জাকির হোসেন পলাশ,  বিশেষ অতিথি হিসেবে ছিলেন – ৯ নং ওয়ার্ডের বতর্মান মেম্বার নটবর রুদ্র পাল ও অামুরোড হাই স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক – রামেশ্বর ভৌমিক।  এসময় অারোও উপস্থিত ছিলেন – নালুয়া উন্নয়ন যুব সংঘের সভাপতি- অভি মুন্ডা ও সেক্রেটারি- সাংবাদিক লিটন মুন্ডা , অনিল ঝরা,  শাওন মুন্ডা, রাজেন্দ্র মুন্ডা, বিশু  মুন্ডাসহ স্থানীয় মুরব্বিরা ও সংগঠনের সকল সদস্যরা।

ঝুমুর অার রং খেলাং মেতে উঠেছিল হোলি উৎসব উদযাপন।  পরিশেষে সন্ধ্যায় অনুষ্ঠানের সমাপ্ত হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category