চা শ্রমিক ডটকমঃ গতকাল লস্করপুর ভ্যালির নালুয়া চা বাগানে উৎসব মুখর পরিবেশে নালুয়া উন্নয়ন যুব সংঘ এর আয়োজনে হোলি উৎসব ২০২১ ইং পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ২ নং আহম্মাদাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যার পদ প্রার্থী – জাকির হোসেন পলাশ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন – ৯ নং ওয়ার্ডের বতর্মান মেম্বার নটবর রুদ্র পাল ও অামুরোড হাই স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক – রামেশ্বর ভৌমিক। এসময় অারোও উপস্থিত ছিলেন – নালুয়া উন্নয়ন যুব সংঘের সভাপতি- অভি মুন্ডা ও সেক্রেটারি- সাংবাদিক লিটন মুন্ডা , অনিল ঝরা, শাওন মুন্ডা, রাজেন্দ্র মুন্ডা, বিশু মুন্ডাসহ স্থানীয় মুরব্বিরা ও সংগঠনের সকল সদস্যরা।
ঝুমুর অার রং খেলাং মেতে উঠেছিল হোলি উৎসব উদযাপন। পরিশেষে সন্ধ্যায় অনুষ্ঠানের সমাপ্ত হয় ।
Leave a Reply