আমু চা বাগানের চিমটিবিল সীমান্তে বিজিবি’র গণশুনানী

লিটন মুন্ডা, লস্করপুর ভ্যালি   প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৪৪ Time View

চা শ্রমিক ডটকমঃ জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে গণশুনানী করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

 

(৩২ মার্চ) বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগান চিমটিবিল খাশপাড়া সীমান্তে গণশুনানী অনুষ্ঠিত হয়।

 

বিজিবি’র হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) নাসির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৫৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী।

 

গণশুনানীতে বক্তব্য রাখেন আমু চা বাগানের ব্যবস্থাপক – মোঃ জহিরুল ইসলাম,আহম্মদাবাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার – জালাল উদ্দিন, সাতছড়ি বন বিভাগের – রেঞ্জার মাহমুদ হোসাইন ,চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি – আব্দুর রাজ্জাক রাজু,স্থানীয় ইউপি সদস্য-  চন্দ্র তাতী,শিক্ষক প্রতিনিধি, খাসপাড়া জামে মসজিদের ইমাম – মোঃ সুরুজ আলী,সাংবাদিক আব্দুল জাহির মিয়া,চিমটিবিল ক্যাম্পের সুবেদার মকবুল হোসেন, আমু চা বাগানের স্টাফ সদস্যরা ,পালান মিয়া,হলেন উড়াং প্রমুখ।

 

বক্তারা বলেন,আমরা প্রত্যেক ব্যাক্তি,পরিবার ও স্বস্বস্থান বা কর্মক্ষেত্রে শুদ্ধাচার হলে দেশ একদিন শুদ্ধরূপে গড়ে উঠবে। উন্নত রাষ্ট্রের রূপরেখা তৈরী হতে বেশীদিন লাগবে না। সকলেই মাদকের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন এবং মাদক বন্ধ করতে বিজিবি ও প্রশাসন করে সহযোগীতা করার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category