হবিগঞ্জ মটর মালিক গ্রুপের আইন মানছে না জনসচেতনতা 

মোহাম্মদ হানিফ হোসেন স্টাফ রিপোর্টার সিলেট ভ্যালিঃ
  • Update Time : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৭৬৯ Time View

চা শ্রমিক ডটকমঃ আজ রবিবার ০৪/০৪/২০২১ তারিখে আইন মানছে না সিলেট বাস স্টেশন, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের ম্যানেজার, স্টাফ ও ৮০৩৬ গাড়ির ড্রাইভার শ্রমিক বৃন্দ হবিগঞ্জ- সিলেট এক্সপ্রেস ৮০৩৬ নং গাড়িতে মানছে না জনসচেতনতা। প্রথমে গাড়িতে উঠেন যাত্রীবৃন্দ অতিরিক্ত ডাবল ভাড়া দিয়ে সিট বুকিং করে উঠেন পরে দেখাযায় যে গাড়ির স্টাফ বৃন্দ ডাবল ভাড়া নেওয়া সর্তে আবার ডাবল যাত্রী নিচ্ছেন। পরে কয়েক জন যাত্রী অভিযোগ জানান ম্যানেজারকে সেখানে চা শ্রমিক ডটকম অনলাইন পত্রিকার স্টাফ সাংবাদিক মোহাম্মদ হানিফ হোসেন, জামাল আহমত, আব্দুল মালিক,সহ নাম না যানা আরো অনেক যাত্রী। পরে উত্তেজিত হয় স্টাফ বৃন্দ ও ম্যানেজার।

তখন নিরুপায় হয়ে চা শ্রমিক ডটকমের প্রতিনিধি  মোহাম্মদ হানিফ হোসেন তাহার পরিচয় দিলে তাহাকে ঘুষ দিতে চেয়ে বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করেন।

চা শ্রমিক ডটকমের প্রতিনিধি হবিগঞ্জ মটর মালিক গ্রুপের মালিক পক্ষকে জনসচেতনতা না মানায় অভিযোগ দাখিল করেন।  একমাত্র জনসচেতনতাই পারে করোনা মোকাবেলা করতে নয়তো কোন রাষ্ট্রের ক্ষমতা নেই এই ভাইরাস সংক্রমণের মোকাবেলা করার, ড্রাইভার শ্রমিক বৃন্দ ও স্টাফ ভাইদের অনুরোধ করে বলেন যে, আপনারা একটু সচেতন হোন ভাইজানরা আমার আপনার  সচেতনতাই আমাদের সবার পরিবার থাকবে সুরক্ষিত।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category