চা শ্রমিক ডটকমঃপ্রাকৃতিক এই লিলাভুমিতে অনেক ধর্মীয় কাহিনি মানুষের মুখ থেকে শুনা যায় আবার অনেক দেব দেবীর আবির্ভাব ঘটেছে এই পৃথিবীর বুকে ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে মালিনীছড়া চা বাগানের ইসলাম পুর এলাকায় এটি আলীবাহার চা বাগান সীমানার কাছাকাছি স্থানীয় প্রতিবেশিদের কাছ থেকে চা শ্রমিক ডটকম যা জানতে পেরেছে এই ঘটনার মুলে যিনি রয়েছেন তিনি হচ্ছেন একজন মুসলিম যুবক সে নাকি প্রায় সময় ঐ শিলা আবির্ভাবের জায়গাতে যেতেন কারনে অকারণে ঐ জায়গায় না গেলে তিনি থাকতে পারতেন না একদিন স্বপ্নে নাকি হিন্দুদের দেবদেবীদের দেখতে পান এবং শিলা আবির্ভাব এর জায়গায় যেতে বলেন তখন তিনি এই বিষয়টি স্থানীয় একটি ছেলে ( নাম প্রকাশে অনিচ্ছুক ) তাকে বিষয়টি খুলে বলেন পরে ঠিক চা বাগানের ঐ টিলাতে গিয়ে দেখতে পাই তিনটি শিলা পরে বিষয়টি জানাজানি হলে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতে শুরু করে ।
Leave a Reply