বাংলাদেশ ছত্রী লোহার সমাজের বার্ষিক মহাসম্মেলন সম্পন্ন 

বিক্রম রায় সিলেট ভ্যালী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৬৭০ Time View

চা শ্রমিক ডটকমঃ বাংলাদেশ ছত্রী লোহার সমাজের বার্ষিক মহাসম্মেলন ২০২১ ইং সম্পন্ন হয়েছে ০৪/০৪/২০২১ ইং রোজ রবিবার কালাগুল চা বাগান লাক্কাতুরা চা বাগান খাদিম চা বাগান এর আয়োজনে কালাগুল চা বাগানে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ছত্রী লোহার সমাজের শ্রী শ্যামল ছত্রীর সভাপতিত্বে ও কালাগুল চা বাগানের বাংলাদেশ ছত্রী লোহার সমাজ এর সাধারণ সম্পাদক সোয়াগ ছত্রীর পরিচালনায় ও উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাক্কাতুরা চা বাগান থেকে আগত রঞ্জন লোহার, সমশের নগর চা বাগান থেকে আগত সুধীর লোহার, মৌরাপুর চা বাগান থেকে আগত শংকর ছত্রী ইন্দেশ্বর চা বাগান থেকে আগত মাধায় ছত্রী, বরমচাল চা বাগান থেকে আগত কোকিল লোহার, লংলা চা বাগান থেকে আগত নরত্তম লোহার, এসময় বক্তারা বাংলাদেশ ছত্রী লোহার সমাজের উন্নয়নের বিভিন্ন আলোচনা তুলে ধরেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরাঙ্গ পাত্র বাংলাদেশ  আদিবাসী ফোরাম সিলেট জেলা এবং প্রধান অতিথি প্রদিপ ছত্রী বাংলাদেশ ছত্রী লোহার সমাজ কল্যাণ পরিষদ সিলেট উওর ভ্যালী, যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন সজল লোহার,বিষ্ণু লোহার, রুহিত লোহার,চঞ্চল লোহার, মিশু লোহার প্রমুখ

সর্বশেষ শ্রী শ্যামল ছত্রীর সভাপতিত্বের বক্তব্যের মাধ্যমে শেষ হয় বাংলাদেশ ছত্রী লোহার সমাজের বার্ষিক মহাসম্মেলন  ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category