চাঁন্দপুর চা বাগানে সুচিকিৎসা না পেয়ে চা শ্রমিকের মৃত্যু 

লিটন মুন্ডা ,লস্করপুর  প্রতিনিধিঃ 
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৯৪০ Time View

চা শ্রমিক ডটকমঃ লস্করপুর ভ্যালির চাঁন্দপুর চা বাগানে  চিকিৎসা না পেয়ে কুশ তাঁতীর ছেলে  সুজন তাঁতী (২৫) এর মৃত্যুর ঘটনায় ২ দিনের চলমান আন্দোলন স্থগিত করেছে চা শ্রমিকরা ।

(১২ এপ্রিল) দুপুরে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ এর হস্তক্ষেপে তারা আন্দোলন স্থগিত করেন।

নিহত সুজন তাঁতী (১১এপ্রিল) রবিবার বিকালে পেট  ব্যাথা নিয়ে বিকাল ৪ টায় চাঁন্দপুর চা বাগান হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সেখানে প্যারাসিটামল ছাড়া তাকে আর কোন চিকিৎসা না দেয়ার হাসপাতালেই তার মৃত্যু হয় বলে শ্রমিকরা দাবী করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মহসিন মুরাদ, চাঁন্দপুর চা বাগানের ম্যানেজার – শামীম আহমেদ,আমু চা বাগানের ম্যানেজার –  রেজাউল করীম,নালুয়া চা বাগানের ম্যানেজার – ইফতেখার এনাম,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা – রুমন ফরাজি,চা শ্রমিক নেতা – স্বপন সাওতাল,নিপেন পাল, কাঞ্চন পাত্র, যুবরাজ ঝরা,  খাইরুন আক্তার,  সন্ধ্যা ভৌমিক প্রমুখ।

এ রির্পোট লেখা পর্যন্ত উভয় পক্ষ  বিভিন্ন দাবী নিয়ে চাঁন্দপুর চা বাগান অফিসে বৈঠকে চলছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category