চা শ্রমিক ডটকমঃ মনুধলই ভ্যালীর কমলগঞ্জ ৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদের মাধবপুর চা বাগানে ৮তম শতভূজা বাসন্তী দেবীর পুজা সম্পর্ন্ন ঘটে। তবে করোনা ভাইরাস জন্য বাংলাদেশে সরকারে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করে পুজা উদযাপন কমিটি। প্রতিবছর আরো জমজমাট হয়ে পূজা আয়োজন করা হয়।
তবে এইবছর ছিলো ভিন্নতা মহামারী করোনা ভাইরাস জন্য মহাপ্রসাদ,আরতী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কিছু করা হয়নি স্বাস্থ্যবিধি জন্য কঠোর ব্যবস্থা করা হয়েছিলো,হাত ধুয়ে ও মাক্সসহ সামাজিক তিন ফুট দূরত্ব বজায় রেখে পুজা মন্ডেপে প্রবেশ দেওয়া হয় ভক্তদেরকে
উক্ত পূজাই উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। ৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু পুষ্প কুমার কানু ।বাগান পঞ্চায়েত সহ আরো অনেকেই
৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু পুষ্প কুমার কানু ও ইন্দ্রজিত কাহার(দাদু)নিজ বাস ভবনে ও শ্রীগৌবিন্দপুর চা বাগান, পাত্রখোলা চা বাগান হাজারীবাগ, দলই চা বাগানে আয়োজন করা হয় বাসন্তী দেবীর পূজা।
Leave a Reply