চা শ্রমিক ডটকমঃ গতকাল সারাদেশের ন্যায় চুনারুঘাট উপজেলার সুরমা চা বাগানের সুরমা চা বাগান আদর্শ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সৌজন্য এবং লস্করপুর ভ্যালি কার্যকরী পরিষদ এর আয়োজনে মহান ১ লা মে দিবস ( শ্রমিক দিবস) ২০২১ খিঃ পালিত হয়। চুনারুঘাট উপজেলার প্রতিটি চা বাগান থেকে ৩ জন চা শ্রমিক নিয়ে স্বাস্থ্যবিধি মেনে মহান শ্রমিক দিবস পালন করেন চা শ্রমিকরা।
লস্করপুর ভ্যালি কর্যকরী পরিষদের সভাপতি রবীন্দ্র গৌড় এর সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক – নৃপেন পাল তিনি বলেন ” আমরা অনেক কিছু সাইন করে এসেছি তবে প্রতিটি বাগানের সভাপতি তা আদায় করতে পারে না, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়,, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যালী সেক্রেটারি – অনুরুদ্ধ বাড়াইক, সহকারী সভাপতি – উজ্জ্বলা পাইনল এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের আহবায়ক – খাইরুন আক্তার, সন্ধ্যা রানী ভৌমিক, লালন পাহান, যুবরাজ ঝরা প্রমূখ।
এসময় বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের আহবায়ক খাইরুন আক্তার মহিলা চা শ্রমিকদের ১৩ দফা দাবি উল্লেখ করেন। বিভিন্ন বাগানের সভাপতিরা দাবি করেন ” বকেয়া টাকা আমরা যাই পাই এক সাথে দেওয়ার জন্য, তারপর বলা হয়েছে চা বাগানে যেনো চা শ্রমিক সন্তানেররা চাকরি পাই,, তেলিয়াপাড়া চা বাগানের চা সভাপতি লালন পাহান বলেন ” আমাদের অতিরিক্ত চা পাতি তোলার জন্য ৮ টাকা দিতে হবে,, ভ্যালি সভাপতি বলেছেন ” আন্দোলন ছাড়া কোন কিছুই আদায় করা সম্ভব নয় আমাদেরকে সকল দাবী নিয়ে এক যুগে আন্দোলনে নামতে হবে
Leave a Reply