চা শ্রমিক ডটকম,ডেস্ক নিউজঃ সেবামূলক প্রচারনা সংগঠন বহুল প্রচরিত চা শ্রমিকের একমাত্র গণমাধ্যম চা শ্রমিক ডটকমের সিলেট ভ্যালী কার্যকরী পরিষদের আয়োজনে সামাজিক দুুরুত্ব মেনে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আজ দুপুর ২ঘঠিকার সময় ২০শে মে শতবর্ষ পালন উপলক্ষে চা শ্রমিক দিবসকে রাষ্টিয় স্বীকৃতি ও সবেতন ছুটির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চা শ্রমিক ডটকমের প্রতিষ্টাতা পরিচালক ফারুক আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চা শ্রমিক ডটকমের সিলেট ভ্যালীর উপদেষ্টা মণ্ডলীয় প্রধান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা, সংগঠনের সহ- সভাপতি মোঃ হানিফ হুসেন, সাধারন সম্পাদক বিক্রম রায়, ধর্ম বিষয়ক সম্পাদক বিষ্ণু দাস, চা শ্রমিক অধিকার আন্দোলনের সভাপতি রৃতেশ মোদী, মহানগর ছাত্রলীগের সদস্য দেবাশিষ গোয়ালা, হাবিব নগর চা বাগানের প্রতিনিধি আব্দুর রহমান সহ ভ্যালীর চা শ্রমিকগনেরা
Leave a Reply