গত ২৮শে মে ২০২১ইং শুক্রবার দিন- দুপুরে বাগানের কাঠ গোদাম হইতে সিকিউরিটি সুপার ভাইজার পাবলিক গাড়িতে ২৪ ফিস ফালি নিয়ে যায়। এই নিয়ে বাগানের পঞ্চায়েত ও শ্রমিক দের উত্তেজিত হয়ে ২৯ মে ২১ইং শনিবার সকালে কর্মবিরতি শুরু করে। এই ঘটনাটি ঘটেছে লস্কর পুর ভ্যালির নালুয়া চা বাগানে। যদি দাবি-দাবা পুরণ করা না হয় তাহলে আন্দোলনে ভয়ংকর রুপ নিতে হবে। দুপুর ১ টায় চুনারুঘাট উপজেলার পুলিশ টিম এসে আন্দোলনে ভয়ংকর উত্তেজনা মুহূর্তটি নিয়ন্ত্রণ করেন।
অপর দিগে ম্যানেজার বলেন চা শ্রমিকদের জন্যই এই ফালি চুনারুঘাটে পাঠানো হয়।
চা শ্রমিকদের তথ্যমতে বাগানের জন্য ফালি দিলে বাগানের গাড়িতে নিত কিন্তু প্রাইভেট গাড়িতে কেন? প্রাইভেট গাড়িতে চা শ্রমিক লোক না থাকাই অনিয়মের ঘন্ধ পাওয়া যায়।
তথ্য পাওয়া পর্যন্ত এখনও কোন সিদ্ধান্ত হয় নাই। চা শ্রমিকরা এখন ও মাঠ ছাড়ে নাই।
Leave a Reply