রামগঙ্গা চা বাগানের ২ঘন্টা কর্মবিরতি

অমল ওরাং
  • Update Time : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৯২৬ Time View

চা শ্রমিক ডটকমঃহবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার অন্তর্গত চান্দপুর চা বাগানের ফাঁড়ি রামগঙ্গা চা বাগানে আজ সকাল ৮:০০টা থেকে ১০:০০টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়।

” শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, চেয়ারম্যানের কার্যালয়, নিম্নতম মজুরি বোর্ড” কর্তৃক গত রবিবার ১৩ জুন ২০২১-এর প্রকাশিত গেজেটের তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা আনুষ্ঠানিক ভাবে প্রত্যাখানের জন্য ১৪ দিন ২ ঘন্টা করে কর্মবিরতির ঘোষণা করেন বাগান সভাপতি ও চা শ্রমিক বৃন্দ, রামগঙ্গা চা বাগান ।আজ প্রথম দিন ২ ঘন্টা কর্মবিরতি পালন করেন রামগঙ্গা চা শ্রমিক বৃন্দ।

এই মানববন্ধনে বক্তব্য রাখেন বাগান সভাপতি মকুন্দ ভৌমিক, সাবেক সভাপতি সম্রা উরাং, সাবেক ওয়ার্ড মেম্বার বিবেকানন্দ ভৌমিক বিভু প্রমুখ।

সভাপতি মকুন্দ ভৌমিক তার বক্তব্যে উল্লেখ করেন প্রহসন, ছলচাতুরী মূলক প্রকাশিত খসড়া গেজেটের তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যানের জন্য বাগানের আবাল-বৃদ্ধ-বনিতা সকলকে একত্রে এগিয়ে আসতে হবে। তাছাড়া সকলেই তাদের বক্তব্যে প্রকাশিত খসড়া গেজেটের তীব্র সমালোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category