সপরিবারে করোনা আক্রান্ত জেলা প্রশাসক মৌলভীবাজার 

স্বরন সিং
  • Update Time : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৪৭৮ Time View

চা শ্রমিক ডটকমঃ মৌলভীবাজার সু-যোগ্য জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জেলা প্রশাসন ও বাংলাদেশ সরকার  কার্যক্রম বাস্তবায়নে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন ও করে আসছিলেন। কোভিড-১৯ করোনা মহামারী সংক্রমনে গত বছর ন্যায় এ বছর করোনা ও ভারতীয় ডেল্টা ভ্যারিয়ন্ট চরম আশঙ্কায় থাকায় বাংলাদেশ সরকার কর্তৃক কঠোর প্রজ্ঞাপন ঘোষণা অনুযায়ী যেভাবে জেলার সাধারন মানুষকে সচেতনতা বৃদ্ধি বাড়াতে ও  করোনা আক্রান্ত অসহায় দরিদ্র পরিবারে ত্রাণ সহায়তা পৌছে দিয়েছেন।  তারই কার্যক্রম সচেতনতা বৃদ্ধি প্রসার,ত্রাণ সহায়তা জেলার সাধারন জনগণের কাছাকাছি যাওয়া জেলা প্রশাসক সপরিবারে করোনা সংক্রমন লক্ষণ প্রকাশ পায়।  সপরিবারে করোনা টেস্ট করালে অদ্য ০৫ জুলাই ২০২১ করোনা পজিটিভ রির্পোট আসে ও নিজ বাসভবনে জেলা চিকিৎসক তত্বাবধায়নে আইসোলেশন আছেন। তিনি বিগত বছর ০৫ জুলাই মৌলভীবাজার জেলা জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করেন ও সপরিবারে করোনা থেকে মুক্তি পেতে জেলাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category