শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে যুবক খুন

স্বপন নুনিয়া, মাধবপুর চা বাগান প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৪৮৯ Time View

চা শ্রমিক ডটকমঃ শ্রীমঙ্গল কলেজ রোডেপূর্ব শত্রুতার জের ধরে।

প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে শরীফ নামে এক ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর সে মারা যান।

 

শনিবার (১৭ জুলাই) রাত ৯ টার দিকে শহরের কলেজ রোডে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত শরীফ শহরতলীর  শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল কলেজ রোড  প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিল। এসময় লোকজন এগিয়ে গেলে সে তার নাম শরীফ এবং তার ঠিকানা শহরতলীর শাহজিবাজার ও তার বাবার নাম শায়েস্তা মিয়া বলে জানান।

খবর পেয়ে  শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স এসে শরীফকে মুমূর্ষু  অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে নেয়ার কিছুক্ষন পরই শরীফ মারা যায়।

শ্রীমঙ্গল থানার ওসি ( তদন্ত)  হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খুনি ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category