চা শ্রমিক ডটকমঃ পাত্রখোলা বগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক কমল কুড়াইয়া আজ ১৯শে জুলাই ভোর ৪.৩০ ঘঠিকার সময় মৌলভীবাজার সদর হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসাধীন অবস্থায় মারাযান।
পারিবারিক সুত্রে চা শ্রমিক ডটকমে যানান গত ১৬-১৭ দিন অসুস্থতায় ভুগছিলেন গত ৫-৬ দিন পুর্বে করোনাভাইরাস টেষ্ট করালে প্রজেটিভ রিপোর্ট আসে
উনার দেশের বাড়িরাজশাহী জেলায়।উনার কথা মতে তখনকার সময়ে উনার দেশের বাহিরে(আমেরিকা) যাওয়ার অনেক সুযোগ হয়েছিলো কিন্তু এই এলাকার মায়া ছেড়ে যান নি কখনোই থেকে গিয়েছিলেন চা বাগানেই বিপত্নীক এ শ্রমিক নেতা ৩ছেলে ২মেয়ে সহ অসংখ্য গুনগাহী সততা আর আত্মবিশ্বাস নিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন।
Leave a Reply