চা শ্রমিক ডটকমঃ মৌলভীবাজারের কমলগঞ্জে স্বামীকে হত্যা করে প্রেমিকের সঙ্গে একই ঘরে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে স্ত্রী অস্টমী বাউরী ও প্রেমিক সেলিম মিয়াকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী চা বাগানের নতুন লাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিজয় বাউরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, চা শ্রমিক বিজয় বাউরীর স্ত্রী অস্টমী বাউরী একই বাগানের সেলিম মিয়ার সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বৃহস্পতিবার ভোরে ওই ঘরে প্রবেশ করে সেলিম মিয়া। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে বাগান পঞ্চায়েত সভাপতি মনুরঞ্জন পালকে অবহিত করে। পরে চা বাগানের লোকজন ঘর থেকে অষ্টমী বাউরি ও সেলিমকে আপক্তিকর অবস্থায় আটক করে। ওই সময় বিজয় বাউরীকে অসচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে চা বাগানের ডাক্তারকে খবর দিলে তিনি এসে বিজয়কে মৃত ঘোষণা করেন।
এদিকে, লাশ ঘরে রেখে আটক প্রেমিক যুগলকে ফুলবাড়ি বাজারে খুঁটির সঙ্গে বেঁধে রেখে কমলগঞ্জ থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ সকাল সাড়ে ৮টায় লাশ উদ্ধার ও প্রেমিক যুগলকে আটক করে। লাশের সুরতাল রিপোর্ট তৈরির সময় পাশ থেকে ঘুমের ওষুধ উদ্ধার করে।
Leave a Reply