1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

সিলেট ভ্যালী কার্যকরী পরিষদ কর্তৃক চা শ্রমিক দিবস পালন-

মোহাম্মদ হানিফ
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৬০৯ Time View

চা শ্রমিক ডটকমঃ আজ লাক্কাতুরা চা বাগানের চা শ্রমিক দিবস উপলক্ষে ২০শে মে চা শ্রমিক দিবসে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পরবর্তীতে সিলেট ভ্যালি কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে ২৩টি চা বাগানে পাঞ্চায়িত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ২৩টি চা বাগানে চা শ্রমিকদের আয়োজনে মরহুম সাবেক সফল অর্থমন্ত্রী চা শ্রমিকের আপন জন আবুল মাল আব্দুল মুহিতের স্বরণে শোক ১মিনিট নিরবতা পালন করে ও প্রার্থনা সভার পরে দ্বিতীয় অধিবেশনে ২০ মে চা-শ্রমিক হত্যা দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সিলেট ভ্যালী চা-শ্রমিক ইউনিয়ন কর্তৃক লাক্কাতুরা চা বাগানের মন্দির পাঙ্গনে — আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা শফিকুর রহমান চৌধুরী এবং বিশেষ অতিথি সিলেট জেলা আওয়ামী লীগে’র সহ-সভাপতি ও সদর উপজেলা তিন বারের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আশফাক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপন বিকাশ তাঞ্চঙ্গা উপমাহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর, সহ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট ভ্যালি শাখার সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে এবং সিলেট ভ্যালি সাধারণ সম্পাদক দেবু বাউরির সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।

প্রধান অতিথি জননেতা শফিকুর রহমান চৌধুরী জানান দলীয়ভাবে সকল দাবি পূরণে সর্বদা চা শ্রমিক জনতার পাশে ছিলেন থাকবেন এতে করে প্রয়োজনে প্রধানমন্ত্রী বরাবর যাবেন শ্রমিক নেতাদের নিয়ে উনার আশ্বাসে চা শ্রমিকরা উজ্জীবিত হন।

দেশের এই পরিস্থিতি দ্রব্য মূল্যের দ্বিগুণ হওয়ায় সাধারণ শ্রমিকরা হিমসিম খাচ্ছে যাদের দিনমজুরি ৫০০টাকা। আর কি করে সাধারণ চা বাগানের শ্রমিকরা ১২০ টাকার মজুরি দ্বারা চলবে। তিনি শ্রমিকদের সকল দাবির সাথে একমত জানান,

বিশেষ অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান জানাব আশফাক আহমেদ বক্তব্যে জানান যে বর্তমান সাধারণ শ্রমিকদের বেতন ৫০০-৬০০ টাকা।

কিন্তু একজন চা শ্রমিকের বেতন কেন ১২০ টাকা এটা এক ধরনের নির্যাতিত করা হচ্ছে চা শ্রমিকদের। যেখানে দ্রব্য মূল্যের উদ্ধগতি সেখানে ১২০ টাকা কিছুই নয়।

প্রতিটি চা বাগানে একটি করে প্রাথমিক বিদ্যালয়,একটি করে এম্বুলেন্স, ভূমিহীন শ্রমিকদের ভূমি অধিকার দেওয়ার জন্য সরকার, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এতে করে শ্রমিকদের পাশে থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সকল ছাত্র সমাজ, যুব সমাজ চা শ্রমিকরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপমাহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের তপন বিকাশ তাঞ্চঙ্গা তিনি জানান চা শ্রমিক দিবসের যেসকল দাবি-দবা আছে সব দাবি আদায়ে পর্যায় ক্রমে আগাতে হয়, আইনের দ্বারা আবেদন করে উর্দ্ধতম কর্মকর্তা মাধ্যমে পাওয়া যায়। শ্রমিক আইনে আছে সকল দাবি আদায়ে বিকল্প ধারা, তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন চা শ্রমিকদের।

যে কোন সহযোগিতায় চা শ্রমিক ইউনিয়ন ভ্যালি নেতার মাধ্যমে পাবেন বলে জানান তিনি, সর্বদাই চা শ্রমিকদের পাশে আছি আমি তপন বিকাশ তঞ্চঙ্গা।

২৩টি চা বাগানে নেত্রী বিন্দু বক্তব্য রাখেন এবং উক্ত সভার সভাপতি রাজু গোয়ালা জানান অতিতে যেমন চা শ্রমিকের জন্য লড়াই করেছেন আগামীতে পিছু হটবেন না।

তিনি শ্রমিকের ন্যায্য দাবী আদায়ে শ্রমিকদের পাশে থাকলেন সর্বদাই, তিনি বলেন যে হারে দ্রব্যে মূল্যের উর্ধগতির জগতে ১২০ টাকার দৈনিক মজুরি দিয়ে চলতে অক্ষম চা শ্রমিকরা।

চা শ্রমিকদের বেতন বৃদ্ধি, প্রতিটি চা বাগানে এম্বুলেন্স, প্রাথমিক বিদ্যালয়,ভূমি অধিকার বাস্তবায়ন, সহ ৬দফা সকল চা শ্রমিক শহীদের বিনম্র শ্রদ্ধা সভার সমাপ্তি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি