প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির দায়ে যুবদলের নেতা গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২২৩ Time View

চা শ্রমিক ডটকমঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির দায়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান ইনজাদকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।মামলার বাদী কোম্পানীগঞ্জ গ্রামের মৃত আকবর আলীর ছেলে ও তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোবেল মিয়ার দায়ের করা মামলায় শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২২ মে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কোম্পানীগঞ্জের বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। পরদিন মামলার বাদী ফেসবুকে দেখতে পান যে, ত্রাণ বিতরণকে উপহাস করে কিছু ব্যক্তি ফেসবুকে আক্রমণাত্মক, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে শান্তিকামী জনসাধারণকে উস্কে দিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তারকৃত আসামি ইনজাদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিসহ বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতেন।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা রুবেল বাদী হয়ে গত ৩১ মে কোম্পানীগঞ্জ থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। মামলায় ইনজাদসহ চারজনের নাম উল্লেখ ও ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, এজাহার পাওয়ার পর ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে শনিবার রাতে ইনজাদকে তাঁর বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। অন্য আসামীদেরও গ্রেফতারের আওতায় আনা হচ্ছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category