গুলনী চা বাগান সনাতনী ছাত্র ও যুব সংঘের ২য় বর্ষপূর্তি উদযাপন।

জতিন সিং( সিলেট ভ্যালী প্রতিনিধি)
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩৮৩ Time View

চা শ্রমিক ডটকমঃ আজ ৫ই জুন গুলনী চা বাগান সনাতনী ছাত্র ও যুব সংঘের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলনী চা বাগানের ব্যবস্থাপক কৃষিবিদ জনাব,শাহবুল্লাহ সরকার।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জনাব আমিনুর রহমান চৌধুরী (সাবেক চেয়ারম্যান ৬ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ) উপস্থিত ছিলেন গুলনী চা বাগানের সহ ব্যবস্থাপক মোঃ নিয়ামুল হক নোমান।
আরও উপস্থিত ছিলেন গুলনী চা বাগান পঞ্চায়েত সভাপতি শ্রী মৃত্যুন্জয় কুর্মী,
উপস্থিত ছিলেন গুলনী চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নিখিল গোয়ালা।
উপস্থিত ছিলেন গুলনী চা বাগানের মুরুব্বীরা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলনী চা বাগান সনাতনী ছাত্র ও যুব সংঘের সভাপতি শ্রী নিরেন সাওতাল।
উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।
ছোট ছোট সোনামনিরা নৃত্য করে ছিলো।
উক্ত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category