চা শ্রমিক ডটকমঃ ৫’ই জুন বিশ্ব পরিবেশ দিবস বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও একযোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে।
এবারের মূল প্রতিপাদ্য বিষয় ‘বৃক্ষ প্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’-২০২২ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভাষ্যমতে ‘ গাছ লাগান পরিবেশ বাঁচান’ লক্ষ্যে মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা ভাড়াউড়া চা বাগানে উদ্দ্যোমী,পরিশ্রমী, সাহসী,জীব বৈচিত্র্যময় পরিবেশ প্রকৃতি প্রেমী বিষ্ণু হাজরা এলাকার উদ্দ্যোগী ছাত্রযুব সমাজসেবক ভাইদেরকে নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসুচী পালন করেছে। তিনি বৃক্ষ রোপন মাসে শ্রীমঙ্গল উপজেলা বিভিন্ন এলাকার একাংশে রাস্তার পাশে শোভাবর্ধন গাছ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির,কবরস্থান তথা জীব বৈচিত্র্যময় জীবকূল এলাকা প্রতিকূলতা প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ( আম,জাম,কাঠাল,নিম,দেবদাড়ু,হরিতকি,বরাহ) প্রভৃতি গাছ লাগানোর জন্য উদ্দ্যোগ গ্রহণ করেছেন। বিষ্ণু হাজরা চা শ্রমিক ৬ পরিবারের সদস্য( বাবা, মা,ভাই,স্ত্রী ও ছেলে) সংখ্যা নিয়ে জীবনযাপন করতেছে। ছোট ভাই বিকাশ হাজরা অর্নাস সম্পন্ন করে সংসারের হাল ধরার জন্য চাকরীর জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন। আর্থিক অভাব অনটন সংসারের হাল ধরার জন্য মাধ্যমিক প্রাতিষ্ঠানিক পড়ালেখার গন্ডি না পেরোতে তিনি লেদ, মিলিং ও ইপিজেড স্পিনিং মিলে সহকারী হিসেবে কাজ করতেন। সেখানে কাজ করার সময় উপলব্ধি করতে পান প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য অবস্থা। এভাবে চলতে থাকলে একসময় পৃথিবী নতুন প্রজন্মের জন্য ভয়াবহ অবস্থায় পরিণত হবে তাই নিজ উদ্দ্যোগ প্রচেষ্টায় নিজস্ব অর্থায়ানে প্রতি বছরের ন্যায় এবছরও বৃক্ষ রোপন কর্মসুচী পালন করেছে। বর্তমানে চা বাগানে বাবা চা শ্রমিক অবসরপ্রাপ্ত স্থায়ী কাজ করতেছেন। সংসারের বাড়তি আয়ের জন্য ফেরি দিয়ে চটপটি,শিক্ষা সামগ্রী’ই বিক্রি করেন। এলাকার সচেতন ছাত্রযুব, সচেতন মহল নাগরিকগণ এগিয়ে এসেছে।
তিনি এলাকার ছাত্রযুব চা শ্রমিক সচেতন নাগরিকগণের কাছে প্রশংসার পঞ্চমুখ ‘ ফেরিওয়ালা’ নামে পরিচিত।
Leave a Reply