চা শ্রমিক ডটকমঃ বিশ্বনবী (সা:)এর সীলমোহর “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” যা হেজাজি লিপিতে অংকিত হয়( আনুমানিক ৬০০ থেকে ৬১০ ঈসায়ী) তা শাহজালাল দরগাহ মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট ক্যলীগ্রাফী সোসাইটির নেতৃবৃন্দ। জানা যায়, তৎকালীন সময়ে বিভিন্ন রাজা বাদশাহগণের নিকট নবী মুহাম্মাদ (সা:) এর পক্ষ থেকে পাঠানো বেশ কয়েকটি চিঠিপত্রে এই সীলমোহরটি ব্যবহার করা হয়।
বিশ্বনবীর ব্যবহৃত সীলমোহর এর আদলে হেজাজি লিপিতে ক্যালিগ্রাফি সোমবার (৬ জুন) বিকেলে দরগাহে হযরত শাহজালাল (রহ:) এর সরেক ওম,মোতাওয়াল্লী ফতেউল্লাহ আল আমান ও খাদেম সামুন মাহমুদ খানের কাছে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছে। ক্যলীগ্রাফীটি ডিজাইন করেছেন সোসাইটির শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল হাসান। ক্যালিগ্রাফি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি, সিলেটের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক লেখক ও গবেষক সৈয়দ জয়নুল শামস, সহ সভাপতি অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সৈয়দ মিসবাহ উদ্দিন, জগলু চৌধুরী, সৈয়দ মুমিন আহমদ মবনু, মুহাম্মদ নুরুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুস সাদেক লিপন এডভোকেট, কেমুসাস ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরের পরিচালক ডা: মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, সোসাইটির সহ-প্রচার সম্পাদক আব্দুল কাদির জীবন, সহ-অফিস সম্পাদক মো. মঈন উদ্দিন, শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল হাসান, সদস্য সিনিয়র সাংবাদিক সেলিম আউয়াল ,রুহুল আযম মাসুদ, মো. মাসুক আহমদ, কবি কামাল আহমদ, কবির আশরাফ, অমর চৌধুরী প্রমুখ।