চুনারুঘাটে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে চা-শ্রমিকের আত্মহত্যা

লিটন মুন্ডা(লস্করপুর ভ্যালী)
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪১৮ Time View

 চা শ্রমিক ডটকমঃ চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগানের ধরমনাথে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মনিরাম বাড়াইক (৬২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
বুধবার ( ৮ জুন) সকাল আনুমানিক সাড়ে নয় ঘটিকায় ঘটনাটি ঘটে।
ঘটনার সময় নিহতের সকল স্বজনরা বাগানের কাজে ছিলেন।
নিহত মনিরাম এর ৫ শ্রেণি পড়ুয়া ভাতিজি বৃষ্টি প্রথমে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। ততক্ষণে মনিরাম এর মৃত্যু হয়ে যায়।

সংবাদ পেয়ে চুনারুঘাট থানার এসআই তরিকুল হাসান হিমন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের সুরতহাল করেন। সুরতহাল শেষে পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি আত্মহত্যা বলে জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছিল।

আশপাশের লোকজন জানান, গত বছর মনিরাম এর স্ত্রীর মৃত্যু হওয়ার পর থেকেই তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। উল্টাপাল্টা কথা বলা, রাতে না ঘুমিয়ে ঘর-বাহির হওয়া এসব করতেন। তাকে কবিরাজ দিয়ে চিকিৎসা করানো হয়েছে।
মনিরাম ওই বাগানের মৃত থুথু বাড়াইকের পুত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category