চা শ্রমিক ডটকমঃ ফটিকছড়ি বারোমাসিয়া আউট ডিভিশন সুজানগর চা বাগান ৫দফা দাবিতে বাগান বন্ধ করে দেওয়া হয়েছে শ্রমিকের ৫দফা দাবি লিখিতভাবে মালিকপক্ষকে প্রেরণা করে ৭দিন সময় দিও পরে দাবি মানতে অস্বীকার করেন। আজ বুধবার কর্মবিরতি রেখে আন্দোলনে নামেন শ্রমিকরা।এদের ৫দফা দাবি গুলো হলো ১)হাসপাতাল তৈরি।
২)সেকশনে পানির সুব্যবস্থা এবং মহিলাদের জন্য টয়লেট নির্মাণ।
৩) সেকশনে পাতার ঘর তৈরি।
৪) চা শ্রমিকের সন্তানদের চাকরির ব্যবস্থা
৫) ২৪ ঘন্টা ডাক্তারের ব্যবস্থা।
পরে বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি: মোহাম্মদ নাসির এবং সাধারন সম্পাদক:সাধন চক্রবর্তী বক্তব্যে বলেন আমাদের দাবি মানতে অস্বীকার করলে দীর্ঘ সময় পর্যন্ত বাগন বন্ধ থাকবে। শ্রমিকরা আরো অভিযোগ করেন বলেন। অসুস্থ হলে নিয়ম অনুযায়ী (সিক) দিনের বেতন দিতে হয়। কিন্তু সিক লেখাতে গেলে ডাক্তারে সিক দিতে অমান্য করেন।
পড়ে আন্দোলন শুরু করে বাগানের অফিসে উপস্থিত। ম্যানাজার এর কথায় ক্রুদ্ধ হয়ে কর্মকর্তাদের অফিসের ভিতরে তালাবদ্ধ করে দেওয়া হয়। দুপুর বারোটার সময় চট্টগ্রাম ভেলি সাধারণ সম্পাদক সঙ্গে মতবিনিময় শেষে আবারও ৫ দিন সময় দেওয়া হয় বাগান কর্তৃপক্ষকে।
Leave a Reply