চা শ্রমিক ডটকমঃ মৌলভীবজার জেলা শ্রীমঙ্গল থানার পুলিশের বুধবার দিবাগত রাতের গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযানে এসআই সুব্রত চন্দ্র দাস ও এসআই আসাদুর রহমান নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের ব্রিটিশ কারিগর বর্তমানে চা জাদুঘর রাবার বাগানে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি লোহার তৈরি ডেগার, ১টি স্টিলের করাত, ১টি স্টিলের রুল, ১টি কাঠের রুল, ১টি সাইকেলের চেইনসহ ডাকাত দলের দুই সদস্য’ কে গ্রেফতার করেছে।
ডাকাত দলের দুই সদস্য হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার পুত্র মো. মুন্না মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের তায়েব মিয়ার পুত্র শাহিন মিয়া ওরফে দানা মিয়া (৩৭) কে গ্রেফতার করেছে।
ডাকাতি করা সরঞ্জামসহ বিভিন্ন অস্ত্রসহ গ্রেফতারকৃত নিরাপত্তা নিশ্চিত করণে দিনরাত কাজ করছেন ও অন্যান্য সহযোগি ডাকাত সদস্য’ দের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিফ্রিং নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সি।
পুলিশি অভিযানে উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত ডাকাত সহযোগি সদস্য আরো ১৪-১৫ জন দৌড়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের গোপন তথ্যসূত্রে জানা যায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সড়কে ডাকাতি করাতে তারা’ই জড়িত ছিলেন।
Leave a Reply