চা শ্রমিক ডটকমঃমৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা ৭(সাত) নং রাজঘাট ইউনিয়ন পরিষদ ফিনলে টি কোম্পানী রাজঘাট চা বাগানে ৩ নং সেকশনে আনুমানিক বিকাল ২.৩০ ঘটিকার সময় চা পাতা তোলার সময় বড় ডালসহ অর্ধেক গাছ ভেঙ্গে অনিতা তাঁতী(৪০) ঘাড়ের উপর পড়ে রক্তাক্ত ঝড়িত অবস্থায় চা শ্রমিক নারী মৃত্যু হয়েছে।
চা বাগানে চা পাতার তোলার সময় অন্যান্য চা শ্রমিক নারীরা খোঁজ নিয়ে দেখেন গাছ ভেঙে অনিতা তাঁতীর দেহের ঘাড়ের উপর পড়ে আছে। উদ্ধার করে বাগান হাসপাতাল প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগান পঞ্চায়েত কমিটি সভাপতি পলাশ কুমার তাঁতী বলেন অনিতা তাঁতী চা বাগানে কাজ করার সময় গাছ ভেঙে মারা গেছে। তিনি আরও বলেন আমি বাগানে কর্তৃপক্ষ রাজঘাট বাগান জিএম এর সাথে কথা বলেছি জিএম বলেছে চা বাগানে কর্মরত অবস্থায় শ্রম আইন মোতাবেক দাবিদাওয়া, স্থায়ী শ্রমিক, জীবন বীমা অন্যান্য সবকিছু সুবিধা পাবে।
রাজঘাট ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ সেলিম মিয়া বলেন বাগান পঞ্চায়েত, সাবেক মেম্বার সুমন তাঁতীসহ অন্যান্য নেতৃবৃন্দ বাগান জিএম সাহেবের সাথে আলাপ করেছি শ্রম আইন মোতাবেক কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছে চা শ্রমিক নারী অনিতা তাঁতী সকল সুবিধা পাবে।
৭ নং রাজঘাট ইউনিয়ন পরিষদ বিট পুলিশিং অফিসার সাইফুল ইসলাম বলেন আমি বিকাল ৫.০০ টার সময় জেনেছি তিনি বলেন থানায় কোন অভিযোগ বা মামলা হয় নাই। তারা মামলা করতে রাজি না হলে জোর করে করাতে পারি না।
রাজঘাট চা বাগানে চা শ্রমিক ছাত্রযুব মতে এক নিরীহ চা শ্রমিক পরিবার ঘটনার তীব্র ক্ষোভও প্রকাশ করেন। স্বামী মৃত অনিতা তাঁতী পরিবারে এক মেয়ে ও পিতা মাতা ছাড়া কেউ নেই।
পরবর্তীতে রাত্রি ৯.০০ ঘটিকার সময় বাগান পঞ্চায়েত সভাপতি,প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য,সাবেক ইউপি সদস্য ও ধর্মীয় সমাজ প্রধান পুতুল তাঁতী ওরফে পুতুল ড্রাইভার নেতৃত্বসহ মরদেহ পুড়িয়ে কাষ্ঠ করা হয়েছে।
Leave a Reply