চা বাগানে বাবার লাঠির আঘাতে পুত্রের মৃত্যু 

লস্করপুর ভ্যালি প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩১৯ Time View

চা শ্রমিক ডটকমঃ হবিগঞ্জের চুনারুঘাটে  পারিবারিক কলহের জের ধরে বাবার লাঠির আঘাতে মৃত্যু বরণ করেন ছেলে দীলিপ তন্তবায়  (৩৫)।  ঘটনাটি ঘটেছে গতকাল (রবিবার ) গভীর রাত দেড়টায়   উপজেলার দেওরগাছ ইউনিয়নের চন্ডিছড়া চা বাগানের  পুরান বাংলায় ।  দিলীপ ওই এলাকার রেনু তন্তবায়ের পুত্র।  পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,  দিলীপ স্থানীয় বাগানের একজন শ্রমিক। রবিবার নিজের কাজকর্ম শেষে  দিলীপ বাড়ি ফেরেন। এরপর তার সাথে স্ত্রী  মনি তন্তবায়ের পারিবারিক বিষয় নিয়ে গোলযোগ হয়। দিলীপ  উত্তপ্ত কথাকাটাটির  এক পর্যায়ে মনি তন্তবায়কে মারপিট করে। এ সময় মনি তন্তবায়ের শশুর রেনু তন্তবায়  ঘুমিয়ে ছিল। মনি তন্তবায় ঘুম থেকে ডেকে শশুর রেনুকে  মারপিটের বিষয়টি জানালে  পিতা এবং ছেলের মধ্যে  ঝগড়া শুরু হয়। একপর্যায়ে পুত্র – বাবার নাকে,মুখে লাঠি দিয়ে আঘাত করে, পরবর্তীতে বাবা- পুত্রকে ধাক্কা দিয়ে বাড়ীর উঠানের বারান্দার পাকা সিড়ির উপর  ফেলে দেয়।  এতে বাবা রেনু রাগের বশবর্তী হয়ে কাছে  থাকা  বাঁশের লাঠি দিয়ে মাথায় ও শরীরে আঘাত করেন দিলীপকে । লাঠির আঘাতে দিলীপ  আহত হলে পরে পরিবারের লোকজন তাকে রবিবার সকাল সাড়ে দশটায়  চুনারুঘাট  হাসপাতালে ভর্তি করেন । অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুপুরে দিলীপকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে  রেফার করা হয়। হবিগঞ্জ  নেয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে হবিগঞ্জের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে দীলিপকে মৃত ঘোষণা করেন।   খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলী আশরাফ ও  ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফাসহ একদল পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন  এবং অভিযুক্ত পিতা রেনু তন্তবায়কে  আটক করেন। চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান স্বামী-স্ত্রীর কলোহের জের ধরে পিতা  পুত্রকে লাঠি দিয়ে আঘাত করায় তিনি মারা গেছেন।  নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ  সদর  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category