চা শ্রমিক ডটকমঃ গত সোমবার (২০ জুন) থেকে লস্করপুর ভ্যালির আমু চা বাগানে ২ ঘন্টা কর্মবিরতিতে নিরিখ এর অতিরিক্ত চা পাতি তুলা বন্ধসহ ৬ দফা কর্মসূচি পালন করেন আমু চা বাগানের চা শ্রমিকবৃন্দ।
উক্ত ৬ দফা দাবি আন্দোলনে উপস্থিত ছিলেন আমু চা বাগানের বাগান সেক্রেটারি – মহেশ্বর উরাং, সম্ভাব্য ভ্যালি সেক্রেটারি – মূখেশ কর্মকার, বাগানের অর্থ সম্পাদক – হলেন মহালী, সাবেক ওয়ার্ড সদস্যা চা শ্রমিকনেত্রী -বিজলা কানু, সাবেক বাগান সভাপতি – হলেন কর্মকার, সাবেক বাগান সেক্রেটারি – প্রদীপ শীল, বিপন নায়েক, প্রদীপ মুন্ডাসহ চৌকিদার বৃন্দ, মহিলা ছাত্র যুবরা।
বর্তমান পেক্ষাপটে স্বাভাবিক জীবনযাত্রায় দাবিগুলো অত্যাবশ্যক হওয়ার ৬ টি দাবি পেশ করেন চা শ্রমিকবৃন্দ –
১, নিরিখের পর প্রতি কেজি চা পাতার মূল্য ৬ টাকা দিতে হবে।
২, প্রয়োজন মোতাবেক প্রত্যেক সেকশনে টিউবওয়েল ও শৌচাগার ব্যবস্থা করতে হবে।
৩, প্রত্যেক সেকশনে ওজন ঘরগুলো পাকা নির্মাণ করতে হবে।
৪, সর্বোচ্চ ৬ মাসের মধ্যে স্থায়ীয় চা শ্রমিকদের সি(C) ফরম ফান্ড অফিসে প্রদান করতে হবে।
৫, দীর্ঘদিন ধরে যারা অস্থায়ী শ্রমিক ( টিকা পার্মেন্ট) হিসেবে কর্মরত আছেন তাদের স্থায়ী করতে হবে।
৬, জরুরি ভিত্তিতে ডিসপেনসারীতে ডাক্তার সাহেব ও ডাক্তার বাবু কর্মরত থাকতে হবে।
এ তথ্য পাওয়া পর্যন্ত স্থায়ী চা শ্রমিকদের কাছ থেকে জানা যায় এমতাবস্থায় বাগানের ম্যানেজার এখনও কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই। ১৫ দিনের মধ্যে সমাধান না হলে বিশাল আন্দোলনে নামবে চা শ্রমিকরা।
Leave a Reply