মানবতার ডাক সমাজ কল্যাণ সংগঠণ ” বৃক্ষ রোপণ কর্মসূচী” শুভ উদ্ধোধন

স্মরন সিং(বালিশিরা ভ্যালী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৪৩৩ Time View

চা শ্রমিক ডটকমঃ আজ ৩’রা জুলাই ২০২২ খ্রিঃ মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা ৮ নং কালিঘাট ইউনিয়ন পরিষদ খাইছড়া চা বাগানের মানবতার ডাক সমাজ কল্যাণ সংগঠণ কর্তৃক আয়োজিত ‘বৃক্ষ রোপণ কর্মসুচী ‘ উদ্দ্যোগে শুভ উদ্ধোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ৮ নং কালিঘাট ইউনিয়ন পরিষদ তিন তিন বারের জনগণের প্রতিনিধি জননির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন মানবতার ডাক সমাজ কল্যাণ সংগঠণ ‘বৃক্ষ রোপন কর্মসুচী’ ভাল উদ্দ্যোগ সাধুবাদ জানান। সংগঠণের মাধ্যমে সমাজে বাল্যবিবাহ রোধ, মাদক বিভিন্ন অপকর্ম রোধ সম্ভব। তিনি আরও বলেন সরকার কর্তৃক বৃক্ষ রোপন কর্মসুচী কার্যক্রম চলছে। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় শ্বাস প্রশ্বাস নেয়। বৃক্ষ রোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, মাটি ক্ষয়রোধ,বন্যা ও প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে পারি। মানবতার ডাক সমাজ কল্যাণ সংগঠণের সার্বিক সহযোগিতাসহ উত্তরোত্তর শুভ কামনা ব্যক্ত প্রকাশ করেন।

বৃক্ষ রোপণ কর্মসুচী সভার রিপন মৃর্ধা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান শ্রী পরাগ বারই, দয়াল বোনার্জী ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য, লক্ষী রাণী প্রজাপতি( ৭,৮,৯) নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্যা, পুষ্প দাশ পানিকা পঞ্চায়েত সভাপতি , লালা গোয়ালা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, ছাত্রযুব,প্রবীণ ব্যক্তিবর্গসহ প্রমূখ।

সংগঠণের সভাপতি রিপন মৃর্ধা বলেন বিশ্ব পরিবেশ দিবস জলবায়ু পরিবর্তন রোধে ও জাতীয় বৃক্ষ রোপণ কর্মসুচী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ ও ‘আমার টাকায় আমার সেতু’ বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণ অহংকার,গর্ব,আত্মসম্মান খুশি ও সংগঠণ কার্যক্রম বাস্তবায়নে বৃক্ষ রোপন কর্মসুচী উদ্দ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন আমাদের সংগঠণের পক্ষ থেকে বাল্যবিবাহ রোধ, মাতৃমৃত্যু রোধ,রক্তদান ও সুচিকিৎসা সহায়তা,পরিবেশ রক্ষা,শিক্ষা কার্যক্রম বেগবান বৃদ্ধিসহ সমাজে বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category