চা শ্রমিক ডটকমঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অন্তর্গত চান্দপুর চা বাগানের ফাঁড়ি রামগঙ্গা চা বাগানে আজ সকাল ৮:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতী ও বিক্ষোভ মিছিল করা হয়।
বাংলাদেশীয় চা সংসদ ( বিটিএ)-এর প্রস্তাবিত মাত্র ১৪ টাকা বৃদ্ধি করে মজুরী নির্ধারণের প্রতিবাদে আজ
২ ঘন্টা কর্মবিরতী ও বিক্ষোভ মিছিল করেন রামগঙ্গা চা বাগানের চা শ্রমিক বৃন্দ, বাগান সভাপতি, ছাত্রযুব সংঘ সহ আরো অনেকে।
এ কর্মবিরতী ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাগান সভাপতি মকুন্দ ভৌমিক, সাবেক ইউপি সদস্য বিবেকানন্দ ভৌমিক বিভু সহ আরোও মুরব্বী গণ।
বাগান সভাপতি মকুন্দ ভৌমিক তার বক্তব্যে উল্লেখ করেন,” বাংলাদেশীয় চা সংসদ ( বিটিএ)-এর প্রস্তাবিত মাত্র ১৪ টাকা বৃদ্ধি করে মজুরী নির্ধারণ আমাদের কাম্য নয়। বর্তমান দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অবস্থা বিবেচনায় রেখে দৈনিক ৩০০ টাকা মজুরী নির্ধারণের দাবি জানাচ্ছি। আরোও বলেন, ৭ কর্ম দিবসের মধ্যে মজুরী বৃদ্ধির বিষয় টি শ্রমিকদের কাছে গ্রহনযোগ্য সমাধানের ব্যবস্থা না হলে শ্রমিকদের সাথে নিয়ে সংগত মজুরী আদায়ের জন্য নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।
সবাই তাদের বক্তব্যে বাংলাদেশীয় চা সংসদ ( বিটিএ)-এর প্রস্তাবিত মাত্র ১৪ টাকা বৃদ্ধি করে মজুরী নির্ধারণের তীব্র নিন্দা জানায়।
Leave a Reply