চা শ্রমিক ডটকমঃ মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা মজুরী বৃদ্ধির দাবীতে চা শ্রমিক আন্দোলনের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদ। শ্রীমঙ্গল উপজেলা জাগছড়া চা বাগানে অদ্য রোজ শূক্রবার সকাল ১১.০০ ঘটিকার সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদ আয়োজিত সংহতি সমাবেশে জাগছড়া চা বাগান আঞ্চলিক শাখার আহ্বায়ক টমাস দাস এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সবুজ বাউরির সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন এর কেন্দ্রীয় সদস্য ছাত্রনেতা পিনাক দেব, মৌলভীবাজার জেলা সংসদ এর সাধারণ সম্পাদক প্রশান্ত কৈরি, শ্রীমঙ্গল উপজেলা সংসদ এর সভাপতি আদি সরকার রনি, সাধারণ সম্পাদক স্বাধীন দেব, সদস্য জয় নুনিয়া, জাগছড়া চা বাগানের চা শ্রমিক সন্তান ও সাধারণ শিক্ষার্থী পঞ্চম তাঁতী, শুভ মুন্ডা।
সমাবেশ ও মিছিলে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন জাগছড়া চা বাগানের পঞ্চায়েত সম্পাদক জয়রাম পাশী, স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সদস্য মিঠুন সিং, খাইছড়া চা বাগান মানবতার ডাক সমাজকল্যাণ সংগঠন এর সভাপতি রিপন মৃর্ধা সহ প্রমুখ।
বক্তারা চা শ্রমিক মজুরী বৃদ্ধিসহল যৌক্তিক আন্দোলনে পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং মালিক পক্ষের স্বেচ্ছাচারী আচরণ ও সরকারের নিরব ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্যক্ত করেন। সমাবেশ চা শ্রমিক দাবী আদায় না হওয়া পর্যন্ত চা বাগানের ছাত্রযুব নিয়ে শ্রমিকদের সাথে একাত্মতা সংহতি তীব্র অ্যান্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাগছড়া চা বাগান আঞ্চলিক শাখা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে বাগান প্রদক্ষিণ করে।
Leave a Reply