চা শ্রমিক ডটকমঃ মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা লাখাইছড়া চা বাগানের শ্রমিক কলোনী একটি টিলার মাটি ধ্বসে মাটি চাপায় ৪ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৮ নং কালিঘাট ইউনিয়ন ফিনলে চা কোম্পানীর লাখাইছড়া চা বাগানে টিলার ধ্বসে মাটি চাপা পড়ে চার নারী চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১.০০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন উক্ত বাগানের স্বপন ভুমিজের স্ত্রী হীরা ভুমিজ (৩০), মিটুন ভুমিজের স্ত্রী রিনা ভুমিজ (২৫), রিপন ভুমিজের স্ত্রী পূর্ণিমা ভুমিজ (২৫) এবং অরুন মাহালির স্ত্রী রাধা মাহালি (৪৫)।
নিহত চার নারী শ্রমিকের মধ্যে দুজন লাখাইছড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ও অন্য দুজন ক্যাজুয়াল (অস্থায়ী) শ্রমিক।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নিজেদের বাড়ি-ঘর মেরামতের উদ্দেশ্যে ৮ নং কালিঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত লাখাইছড়া চা বাগানের চার নারী চা শ্রমিক টিলা থেকে মাটি সংগ্রহ করতে যান। টিলার নিচ থেকে মাটি সংগ্রহকালে আকস্মিক টিলা থেকে মাটি ধ্বসে পড়ে। পরে এলাকাবাসী মাটি কুড়ে চারজন চা শ্রমিক নারীকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
৮ নং কালিঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১ নং ওয়ার্ড সদস্য মো. আব্দুস সাত্তার জানান, শুক্রবার বেলা ১১টার দিকে এই চার নারী নিজেদের ঘর মেরামত করার জন্য বাড়ির পার্শ্ববর্তী টিলায় মাটি সংগ্রহ করতে যান। বেলা সাড়ে ১১টার দিকে মাটি সংগ্রহকালে আকস্মিক টিলার উপরিভাগের মাটি ধসে পড়লে তারা চারজনই মাটি চাপা পড়েন। বাগানের সাধারণ শ্রমিকরা দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য প্রকল্পে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়,শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীম্ঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম-অর-রশীদ তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সহ সভাপতি পংকজ এ কন্দ,৮নং কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, ইউপি সদস্যবৃন্দ ও বাগানের শত-শত শ্রমিক হাসপাতালে ছুটে আসেন।
মর্মান্তিক এ ঘটনার পর হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারিতে হাসপাতালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এদিকে মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও বাগান কর্তৃপক্ষ থেকে আর্থিক ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।
Leave a Reply