প্রায় ১০০’ শ বছর পর বিজ্ঞান মেলা আয়োজন

স্মরণ সিং (বালিশিরা ভ্যালী)
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৮৯ Time View

চা শ্রমিক ডটকমঃ মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলায় বিজ্ঞান শিক্ষা মানোয়ন্নন ও শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা আগ্রহ করে তোলার জন্য মাল্টিপারপাস সোসিও ইকোনোমিক ডেভেলাপমেন্ট এসোসিয়েশন( এমসিডা) ও বিএফএফ এর সহযোগিতায় নবাঙ্কুর বিজ্ঞান ক্লাব ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গল এর নিজস্ব উদ্দ্যোগে ২১’শে আগষ্ট ২০২২ খ্রিঃ বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে।

বিজ্ঞান মেলা প্রধান অতিথি ও শুভ উদ্ধোধক উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দেশ গড়তে চান আর সেই দেশ হবে ডিজিটাল বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দিয়েছিলেন তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের জাতির পিতা স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু ৫০ বছর পূর্বে চিন্তা করেছিলেন যে বাংলাদেশ একটি তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হবে। তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি ছাড়া দেশ এগিয়ে যেতে পারবে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন প্রত্যেকটি জিনিস তৈরীর আগে ভাবতে হবে কেন? কি? কখন কিভাবে? এই চারটি প্রশ্ন যেন মনের মধ্যে সবসময় থাকে। গাছের পাতা সবুজ হয় কেন এখান থেকে চিন্তা শুরু করতে হবে। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হতে বিশ্বে নামকরা নাসা কোম্পানীতে বিজ্ঞান নিয়ে কাজ করবে আমি আশাবাদী। বিজ্ঞান মেলা বিজ্ঞান শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে উজ্জ্বল নক্ষত্র তৈরী হবে।

অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক অয়ন চৌধুরী সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ কুমার বর্ধন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রীমঙ্গল, এমসিডা প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন ও সম্মানিত সদস্য বিজয় কান্তি ভট্টাচার্য দাতা সদস্য,আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস( লেদু) শিক্ষানুরাগী,মোঃ মামুন আহমদ, উত্তম কুমার দাশ পীযুশ,ইমাম হোসেন সোহেল,অসীম পাল শ্যোমলগণ অভিভাবক সদস্য ও কাঞ্চন দেব সংরক্ষিত নারী আসন অভিভাবক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

অত্র প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিত্ব বলেন সম্পূর্ণভাবে ছাত্র ও শিক্ষকদের আন্তরিক অংশগ্রহণে অনেক বছরের মধ্যে এবারও বিজ্ঞান মেলা প্রথমবার আয়োজন করা হয়েছে। আমাদের বিদ্যালয় হতে উপজেলা পর্যায়ে সরকার কর্তৃক আয়োজিত বিজ্ঞান প্রযুক্তি ও জাদুঘর তত্বাবধানে অংশগ্রহণ করেছে। বিজ্ঞান মেলা আয়োজনে সম্পূর্ণভাবে সহযোগীতা ও আশ্বাস যুগিয়েছে এমসিডা শ্রীমঙ্গল। বিদ্যালয়ে ০৫ টি শ্রেণিতে ৯০ জন শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণে ১৬ টি শাখায় ১৬ টি প্রজেক্ট তৈরী করে বিজ্ঞানী নামানুসারে বিজ্ঞান মেলা স্টল এর আয়োজন করা হয়েছে।

বিজ্ঞান মেলা স্টল পরিদর্শনে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়,শ্রীমঙ্গল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়,ভিক্টোরিয়া প্রাথমিক বিদ্যালয়,গাউছিয়া দেওয়ান শামসুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়,সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়, গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, মনাই উল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়,শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় সুপ্রিয় শিক্ষার্থী ও বিজ্ঞান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান মেলায় স্টল প্রদর্শনী বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন ইউছুপ হোসেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শ্রীমঙ্গল , মোনালিসা সুইটি কৃষিবিদ কর্মকর্তা শ্রীমঙ্গল ও সন্জিত কুমার দাশ একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিস শ্রীমঙ্গল।
বিচারক মন্ডলী নির্বাচনের মাধ্যমে ৯ম -১০ম শ্রেণি ও ৬ষ্ঠ- ৮ম শ্রেণি বিভক্তের দ্বারা ১ম,২য়,৩য় স্থান নির্বাচিত করে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও এমসিডা বিজ্ঞান প্রকল্পে সমন্বয়কারী মোঃ মোরশালিন মুকিত ও সহ সমন্বয়কারী।

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০২২ সালে আগষ্ট মাসে প্রথমবারের মত বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে।
বিজ্ঞান শিক্ষা উৎকর্ষ উৎসাহিত বিজ্ঞান চর্চা ধারা অব্যাহত থাকার জন্য প্রতিবছর বিজ্ঞান মেলা আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category