চা শ্রমিক ডটকমঃ চা শ্রমিকের ৩০০ টাকা মজুরী দাবী আদায়ে অটল মৌলভীবাজার জেলা অন্তর্ভুক্ত চা বাগানে চা শ্রমিকরা ৩০০ টাকা মজুরী দাবী আদায়ের জন্য রাজপথ অবরোধ করে আন্দোলন করছে।
মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা সাতগাঁও চা বাগান ফ্যাক্টরীর সামনে বৌলাছড়া,মির্জাপুর,সাতগাঁও, মাক্রিছড়া,ইছামতি,ক্লোনল, গান্ধীছড়া চা বাগানে চা শ্রমিকরা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে জড়ো হয়ে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ৩০০ টাকা মজুরীর দাবী আদায় প্রতিবাদ করছে। চা শ্রমিক রা বলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২য় মা হিসেবে সম্মান শ্রদ্ধা করি কিন্তু আমাদের দুঃখ কষ্ট কান্না শুনতে পাই কি না দেখেও ভান করে। আমরা চা শ্রমিকরা নৌকায় ভোট দিয়েছি শেখ হাসিনা কে ভোট দিয়ে এছাড়া আর কেউ কাউকে ভোট দেয় নি বলতে পারবে কেউ। তারপর শেখ হাসিনা সরকার ৩০০ টাকা দরকার, ৩০০ টাকা দরকার শেখ হাসিনা সরকার বলে স্লোগান দিতে থাকে।
হবিগন্জ জেলা লস্করপুর ভ্যালী চা বাগানে চা শ্রমিকের ৩০০ টাকা মজুরী জন্য বাগান বন্ধ মিছিল সমাবেশ করেছে। লস্করপুর ভ্যালী চা শ্রমিক ছাত্র যুবরা বলেন আমরা চা বাগানে শ্রমিক পয়লা ২ ঘন্টা করে কর্মবিরতি পালন করেছি কিন্তু মালিক পক্ষ কোন সাড়া দেয় নাই আমরা ৩০০ টাকা দৈনিক মজুরী না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। চা শ্রমিক লাঞ্চিত বঞ্চিত শোষিত হয়ে আসছে এবং আমদের বাচ্ছাকাচ্ছারা এতো পড়ালেখা করেছে কিন্তুক বাগানে চাকরী পাচ্ছে নাই। বাহিরে সরকারী চাকরী গেলে বলে চা বাগানে লোক জায়গা জমি নাই দলিল কাগজপত্র নাই চাকরীতে নিবে না। আমরা কতোভাবে নির্যাতিত হচ্ছি আর না আমাদের ৩০০ টাকা মজুরী দিতে হবে দিতে হবে।
মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলা সমনবাগ,নিউ সমনবাগ,পাথারিয়া,দক্ষিণ সমনবাগ চা শ্রমিকরা রাস্তা অবরোধ করলে উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইসচেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়ে চা শ্রমিক মজুরী দাবী আদায় একাত্মতা পোষণ করেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন আপনাদের ন্যায্য পারিশ্রমিক দাবী আদায়ে আমরা একমত আছি। আপনাদের ঘামের ফসলের মাধ্যমে আমার বেতন অর্থনীতি উন্নয়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য ৫০০০করে টাকা উন্নত মানের গম দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের মজুরী ৩০০ টাকা নিজে ঠিক করে দিবেন কোন রকম দুঃশ্চিন্তা করবেন না। উপজেলা নির্বাহী অফিসার চা শ্রমিকের মজুরী সমবেদনা জানিয়ে বলেন আপনাদের দাবী ঢাকার উচ্চ পর্যায়ে পৌঁছছে। বিনীত অনুরোধ আপনারা রাস্তা অবরোধ উঠিয়ে নিজ নিজ বাড়ি ফিরে যান।
বড়লেখা থানা অফিসার ইনচার্জ বলেন আপনাদের মজুরী বিষয় নিয়ে আমরা দফায় দফায় আলোচনা চালিয়েছি মাননীয় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মহোদয় গতকাল ১২.৩০ ঘটিকার সময় মন্ত্রী পরিষদে যোগাযোগ করেছেন। আমরা জেনেছি আগামী শনিবার ২৭.০৮.২০২২ ইং তারিখে আপনাদের নেতৃবৃন্দের সাথে ভিডিও কনফারেন্সে মাধ্যমে আলাপ আলোচনা করবেন। তাই ২৭ শে আগষ্ট পর্যন্ত অপেক্ষা করুন। আর ছোট ছোট সোনামনিরা মা বোনেরা এই পখর রোদে রাস্তা অবরোধ করতে এসেছেন তা রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে সবাই দেখছেন। আপনাদের দাবী আমিও একমত পোষণ করি। আপনারা ছোট্ট সোনামনিদের নিয়ে ঘরে ফিরে যান।
বড়লেখা অবরোধ চা শ্রমিকরা বলেন আজ ১৫-১৬ দিন আমরা কর্মবিরতি পালন করছি কিন্তু কোন নেতা কর্মীরা দেখতে আসে নাই। কান্নায় ভেসে গিয়ে বলেন আমাদের বাড়িতে “চাল নাই ডাল নাই খাইতে পারতেছি না আমাদের ছেলেমেয়েরা অনেক কষ্টে আছে না খেয়ে”।
আমরা যখন রাজপথে নেমেছি তখন রাজনীতি নেতারা প্রশাসন মানুষেরা এসে আমাদের সাথে কথা বলে রাজপথ থেকে সরে দাঁড়ানোর জন্য। শুধু ভোটর সময় আসে ভোট চায় আর পরে কোন দেখা নাই। আমাদের দাবী ৩০০ টাকা মজুরী মানতে হবে মানতে হবে।
আমাদের সাথে যদি মাননীয় প্রধানমন্ত্রী একদিন ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে বলে দিলে আমরা আর রাজপথে নামতাম না।
বাগান পঞ্চায়েত সভাপতি বলেন আমরা চা বাগানে ২ ঘন্টা করে কর্মবিরতি পালন করেছি কেউ কোন খোজ খবর নেই নাই আজ ১৬-১৭ দিন হয়ে মজুরী কোন সিদ্ধান্ত পায় নাই। যদি ৩-৪ দিন ভিতরে বাস্তবায়ন না হয় তাহলে আমরা আবার রাজপথে নামব। ” আমরা বুক দিব, পিঠ দিব না”।
এদিকে তথ্য নিয়ে জানা যায় কুলাউড়া, রাজনগর,কমলগন্জ,জুড়ি,শ্রীমঙ্গল উপজেলা সবকটি চা বাগানে চা শ্রমিকেরা মালিকপক্ষের ১৪৫টাকা দৈনিক মজুরী প্রত্যাখান করে ৩০০ টাকা দৈনিক মজুরীর জন্য চা শ্রমিক ছাত্র যুব সবাই মিলে একাত্মতা পোষণ করে চা বাগান আন্দোলন চলমান ও বেগবান রয়েছে।
যখন থেকে ন্যায্যগত মানসম্মত মজুরী ৩০০ টাকা দিবে না ততদিন চা শ্রমিক আন্দোলন চলতে থাকবে।
সিলেট জেলার সিলেট ভ্যালী অন্তর্ভুক্ত চা বাগানসমুহ আজকেও ৩০০ টাকা মজুরীর দাবিতে চা শ্রমিক আন্দোলন ও বাগান বন্ধ ছিল।
শ্রীমঙ্গল উপজেলা বালিশিরা ভ্যালী ভাড়াউড়া চা বাগানে সরেজমিনে গিয়ে দেখা যায় সবুজ হাজরা পার্মানেন্ট চা শ্রমিক কাঁচা স্যাঁতস্যাঁতে বসবাসের অযোগ্য ছনের ছাউনি ইকরের বেড়া বেষ্টনী বিশিষ্ট ৮-১৬ হাত ঘরে পরিবারে ৪ সদস্য নিয়ে বসবাস করছে। তিনি বলেন কোম্পানি পক্ষ থেকে আমাকে এই ঘরটি দিয়েছে।
বুরবুরিয়া চা বাগান গিয়ে দেখা যায় রুপা রিকিয়াশন অস্থায়ী চা শ্রমিক হিসেবে বাবা কাজ করে মৃত্যুবরণ করেছে পরবর্তীতে আমি কাজ করলেও পার্মানেন্ট শ্রমিক হতে পারি নাই “আজ দিব কাল দিব বলে পুরা বছর কাটাই গেল” এখন আমরা আরেক চা বাগানে গিয়ে চা পাতার তোলার কাজ করে সংসার চালায়।
ভাড়াউড়া চা বাগানে এক যুবকের কাছে জানতে চাইলে বলেন আমরা ১৫-১৬ দিন বাগানে মজুরী ৩০০ টাকা বাড়ানোর জন্য আন্দোলন করছি কোন রাজনীতি নেতা কর্মীরা আসে না। ভোটের সময় আসে আমাদের চা শ্রমিকে লোভ লালসা দেখিয়ে ভোট নিয়ে যায় এখন কারও কোন দেখা নাই। চা শ্রমিকের ঘরে চাল নাই ডাল নাই তেল নাই না খেয়ে মরতেছে।
২৩শে আগষ্ট কর্মবিরতি ১৫ তম দিনে মৌলভীবাজার জেলা প্রশাসক নেতৃত্বে পুলিশ সুপার, এডিসি,ইউএনও,সহকারী ভূমি কমিশনার,সিলেট সার্কেল চা সংসদ সভাপতি,উপজেলা চেয়ারম্যান ও স্হানীয় চেয়ারম্যান ভাড়াউড়া চা বাগান চা শ্রমিক নেতৃবৃন্দের সাথে কাজে ফিরে যাওয়ার জন্য মতবিনিময় করেন। বাগান পঞ্চায়েত সভাপতি নুর মিয়া প্রশাসনের আশ্বাসে শ্রমিকদের দুপুর ১.০০ ঘটিকার সময় বাগানে চা পাতা তোলার কাজে পাঠিয়েছেন।
আজ ২৪শে আগষ্ট ভাড়াউড়া চা বাগানে সরেজমিনে গিয়ে দেখা যায় চা শ্রমিক শূণ্য চা বাগানে চা পাতা তোলা।
জানতে চাইলে বাগান পঞ্চায়েত সভাপতি নুর মিয়া বলেন গতকাল আমাদের এখানে প্রশাসন সরকারী কর্মকর্তারা এসে চা শ্রমিকদের কাজে পাঠায় কাজ করে কিন্তু চা শ্রমিকরা জানতে পারে বালিশিরা ভ্যালীতে ৬৪ টি চা বাগান মধ্যে ৬৩ টি চা বাগান কাজ করছে না তাই শ্রমিকরা কাজে যাচ্ছে না। তারা বলছে সব বাগান কাজে গেলে আমরাও যাব না হলে যাবে না। চা বাগানে বুধবার পেমেন্ট সম্পর্কে জানান আমরা ৩০০ টাকা মজুরী জন্য আন্দোলন করছি কিছুদিন আগে জেলা প্রশাসনের সাথে আলাপ কালে কাজে ফিরে যাওয়ার আশ্বাস দেন। মালিক পক্ষ ১৪০ টাকা মজুরী নির্ধারণ করে পরে জেনেছি মাননীয় প্রধানমন্ত্রী কথায় আরও ৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা দৈনিক মজুরী করা হয়েছে তা আমরা প্রত্যাখান করেছি। পরবর্তীতে চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসক বসে আলাপ আলোচনা করে পূর্বে মজুরী ১২০ টাকা কাজে যোগদানের কথা বলে। মালিকপক্ষ কোম্পানি পক্ষ আমাদের কে ১৪৫ টাকা করে মজুরী দিলে আমরা তা নিব না পূর্বের মজুরী ১২০ টাকা নিব। আমরা ছুটির ২ দিনের মজুরী পাব। পড়ালেখা খরচ, চিকিৎসা দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কথা বিবেচনা করে আমরা ৩০০ টাকা দৈনিক মজুরী দাবী করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তা দ্রুত বাস্তবায়ন করে অথবা আমাদের ন্যায্য মজুরী মাননীয় প্রধানমন্ত্রী যা দিবে তা মেনে নিব।
সোনাছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি কার্তিক নায়েক বলেন চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের কথায় চা শ্রমিক ৩০০ টাকা মজুরী বৃদ্ধি আন্দোলনে নামি কিছু বিভ্রান্তমূলক কথাবার্তায় আজকে চা শ্রমিকে ভবিষ্যতে অন্ধকার অনিশ্চিত। তারা যাবে কার কাছে কার আশ্বাসে কাজে ফিরবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকট দ্রুত বাস্তবায়নে বিনীতভাবে হাতজোড় করে অনুরোধ জানাচ্ছি।
জাগছড়া চা বাগানে পঞ্চায়েত সভাপতি রামলাল দাস ভূইয়া বলেন আমরা চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের কথায় চা শ্রমিক মজুরী বৃদ্ধি আন্দোলন নেমেছি। কিন্তু সবচেয়ে বেশি দুঃখ কষ্ট লাগে যারা ক্যাজুয়েল চা শ্রমিক তাদের পরিবারে ৬-৭ জন সদস্য আছে আর বাগানে কাজ করছে একজন তারা মজুরী পাবে কিনা তা বলতে পারছি না তারা না খেয়ে থাকবে। চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও প্রশাসন সরকারী কর্মকর্তা কেউও আসে নি।
আমরা খেয়ে না খেয়ে আছি কোন খোঁজখবর নাই।
চা শ্রমিকরা বলেন আমাদের ৩০০ টাকা মজুরী না দেওয়া পর্যন্ত আমরা কাজে যাইব না। বাগান বন্ধ থাকবে।
বালিশিরা ভ্যালী মাজদিহি চা বাগানে চা শ্রমিক ছাত্র যুবরা মিলে চা বাগানে নাট মন্দির রাস্তায় মানববন্ধন ও মিছিল করে ৩০০ টাকা দৈনিক মজুরী দাবীর জন্য।
পরবর্তীতে চা বাগানে চা শ্রমিক মজুরী ৩০০ টাকা যতদিন পর্যন্ত দাবী আদায় না হয় ততোদিন পর্যন্ত চা বাগানে অবস্থিত দেশি মদের দোকান অনির্দিষ্টকালের জন্যবন্ধ থাকবে।
চা বাগানের সচেতন মেনকা মুন্ডা ও ছেলেমেয়েরা বলে চা বাগানে আর কেউ মদ হাড়িয়া গাজা বিক্রি করতে পারবে না যদি কেউ বিক্রি করে আমরা জানতে পারি তাহলে আমরা বাগানে সবাই তার বাড়িতে হানা দিব।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল নিকট জানতে চাইলে বলেন আমরা ৩০০ টাকা মজুরী দাবীর জন্য কর্মবিরতি ধর্মঘট আন্দোলন করেছি। পরবর্তীতে শ্রম মন্ত্রণালয় মহাপরিচালক, স্হানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসন এর মধ্যস্থতায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশক্রমে চা বাগানে কাজে ফিরার আলোচনা আসে। কিন্তু চা শ্রমিক ভাই বোনেরা দৈনিক ৩০০ টাকা মজুরী জন্য রাজপথে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আগামী ২৭.০৮.২০২২ ইং তারিখের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে কথা জানতে চাইলে বলেন আমি তা এখনো জানি না এ রকম কোন চিঠি পাই নায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মূখ্য সচিব মহোদয়ের সাথে বসার কথা ছিল তা বাতিল হয়ে গেছে। আগামী কালকে ২৫.০৮.২০২২ তারিখ বসার কথা ছিল তাও বাতিল হয়ে গেছে। যদি আলোচনায় বসে তাহলে আমরা যেকোন সময় বসতে চাচ্ছি। আমাদের বলেছে দূর্গাপুজা আগে মজুরী বিষয় নিয়ে সিদ্ধান্ত আসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ভিডিও কনফারেন্সে মাধ্যমে মজুরী বৃদ্ধির আলোচনা বসবেন।
বর্তমান দ্রব্যমূল্য উর্দ্ধগতি বিবেচনা করে দৈনিক মজুরী ৩০০ টাকা দাবী করেছি এক টাকা কম ২৯৯ টাকা হলে তা মানবো না।
সচেতন চা শ্রমিক ছাত্র যুবরা বলেন মালিকপক্ষ (ঘরভাড়া,রেশন প্রদান,শিক্ষা, চিকিৎসা, কারেন্ট বিল) প্রভৃতি চা শ্রমিক মজুরীর সাথে কোন সম্পৃক্তা নেই যা শ্রম আইন ও মজুরী বোর্ডে পরিষ্কারভাবে উল্লেখ আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে বিভ্রান্ত ভূল বোঝানোর জন্য মালিকপক্ষ এরকম মিথ্যাচার চালাচ্ছে।
Leave a Reply