1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

শীল-মৈত্রী পরিষদ চট্টগ্রাম এর ২০২২-২০২৫ কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ।

মোঃরুবেল (চট্রগ্রাম ভ্যালী প্রতিনিধি)
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৫৮ Time View

চা শ্রমিক ডটকমঃ শীল-মৈত্রী পরিষদ অত্যন্ত সুন্দর ও আনন্দমুখর পরিবেশে ৩০ সেপ্টেম্বর ২০২২খ্রিঃ রোজ শুক্রবার ধুতাঙ্গ কুঠির, আবুরখীল রাউজান চট্টগ্রামে বিশ্ব মৈত্রীর অগ্রদূত, পরমপুজ্য আর্যশ্রাবক অরহত ভদন্ত শীলানন্দ মহাস্থবির(ধুতাঙ্গভান্তে) মহোদয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল- পিণ্ড দান, শপথ গ্রহণ, পরিষদের কালগত সদস্যদের উদ্দেশ্যে অষ্টপরিস্কারসহ সংঘদান, পরমপুর্য্য ধুতাঙ্গ ভান্তের একক সদ্ধর্মদেশনা। উক্ত অনুষ্ঠানে শীল-মৈত্রী পরিষদের কার্যকরী কমিটির সকল সদস্য, কর্মকর্তা ও পৃষ্ঠপোষকগণ সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধিগণ এবং ধর্মপ্রাণ পূণার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শীল-মৈত্রী পরিষদ’র পক্ষে বেতাগী বনাশ্রম ভাবনা কুঠিরের ভূমি ক্রয়ের জন্য নগদ ৮০,১০০/- টাকা এবং গুমাইবিল বুদ্ধ মহাধাতু চৈত্যর উন্নয়নের জন্য ৫০,০০০/- টাকা প্রদান করা হয়। সংগঠনের অর্থসম্পাদক বাবু সেপু বড়ুয়া ও সহ-সমাজকল্যাণ সম্পাদক বাবু অমৃত বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন যথাক্রমে- পরিষদের সিনিয়র সহ-সভাপতি বাবু হিল্লোল বড়ুয়া পুলক, সিনিয়র সহ-সভাপতি বাবু পবন বড়ুয়া পংকজ, ব্যাংকার রুপায়ন বড়ুয়া, পৃষ্ঠপোষক বাবু অঞ্জন কুমার বড়ুয়া, পৃষ্ঠপোষক বাবু দীপক বড়ুয়া, উপদেষ্টা বাবু দীপংকর বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখার পরপরই নবগঠিত কমিটির শপথ পাঠ সম্পন্ন হয়। এরপর নবগঠিত কমিটির সভাপতি লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল ও সাধারণ সম্পাদক বাবু রনজিত বড়ুয়া’র বক্তব্যের পরেই শীল গ্রহণ এবং ধুতাঙ্গ ভান্তের একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি তার বক্তব্য পূজনীয় অরহত ভদন্ত শীলানন্দ মহাস্থবির ধুতাঙ্গভান্তে মহোদয়ের আদর্শিক এই সংগঠনের দীর্ঘ ১৪ বছর ধরে দ্বারাবাহিক কার্যক্রম বাস্তবায়নসহ সমাজ ও স্বধর্মের কল্যানে সকলের সাথে ভ্রাতৃত্ব বৃদ্ধিসহ সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করার দৃর প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক বাবু রনজিত বড়ুয়া সভাপতির বক্তব্যর সহমত পোষণ করে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করার জন্য কষ্ট স্বীকার পূর্বক অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এভাবে সকলে একত্রিত হয়ে সমাজ, শাসন ও সদ্ধর্মের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখর আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি