চা শ্রমিক ডটকমঃ বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন, সিলেট জেলা শাখার উদ্যোগে এরিয়ার বিল নিয়ে মালিকপক্ষের টালবাহানার প্রতিবাদে ও অবিলম্বে স্থায়ী ও অস্থায়ী সকল শ্রমিকদের এরিয়ার বিল পরিশোধ করার দাবিতে ১৯ অক্টোবর , বুধবার বিকাল ৫টায় লাক্কাতুরার রেস্টক্যাম্প বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় বিরেন সিং এর সভাপতিত্বে ও অজিত রায় পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের জেলা উপদেষ্টা ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা সদস্য প্রসেনজিৎ রুদ্র।আরো বক্তব্য রাখেন সহসভাপতি পঞ্চমী লোহার, সাংগঠনিক সম্পাদক হৃদয় লোহার,অর্থ সম্পাদক নমিতা রায়,দপ্তর সম্পাদক চম্পক বাউরি, সদস্য উষা রানী বুনার্জি প্রমুখ।
Leave a Reply