চা শ্রমিক ডটকমঃ ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথচলার মূলমন্ত্র কে সামনে রেখেই আজ সিলেট অঞ্চলে কারিতাস বাংলাদেশ এর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস সিলেট অঞ্চলে বছর ব্যাপি কারিতাস বাংলাদেশ এর ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ ৩১শে অক্টোবর (বুধবার) সকালে সিলেট আঞ্চলিক কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫০তম সুবর্ণজয়ন্তী উদযাপনের কার্যক্রম উদ্বোধন করেছে।
জাতীয় পতাকা, কারিতাস পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা অবমুক্ত , বৃক্ষরোপণ, সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে মি. অনুব্রত ধর ও মিজ মেরিশিয়া টংপের সঞ্চালনায় এবং সিলেট ডায়োসিস বিশপ শরৎ ফ্রান্সিস গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক – মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক – মো আনোয়ার সাহদাত, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার – নূসরাত আজমেরী হক, বিভাগীয় সমাজসেবা অফিসের সহকারী পরিচালক – এস. এম. মোক্তার হোসেন, কারিতাস অঞ্চলিক সিলেটের পরিচালক – মি. বনিফাস খংলা এছাড়াও উপস্থিত ছিলেন – ড. মোঃ শহীদুল ইসলাম, মোঃ আবু সিদ্দিকুর রহমান, স্বামী চন্দ্র নাথানন্দ মহারাজ, আনিছুর রহমানসহ বাংলাদেশের আরপিসি, ইবি, জিবি সদস্য, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
Leave a Reply