1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ষোড়শ প্রহর ব্যাপী শ্রীশ্রী ভগবান ব্রজানন্দের ৫৫তম বার্ষিক মহোৎসব

বাবলু তন্তবায় দীপুঃ
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪৯৬ Time View

চা শ্রমিক ডটকমঃ প্রতি বৎসরের ন্যায় এবারও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি চা বাগান বটতলা শ্রীশ্রী ভগবান ব্রজানন্দের গুপ্ত বিন্দাবন ধাম-এ ৫৫তম বার্ষিক শুভ মহোৎসব অনুষ্ঠিত হয়। এই মাসের প্রতি বৎসর বাংলা সনের কার্তিক মাস শুরুর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই ৩০ দিনে দমোদর মাস এর মধ্য দিয়ে ব্রজানন্দ ভক্তদের ভাবগাম্ভীর্যের অভিষান্য ও নিরামিষ্য ভক্ষ্যনের সাথে প্রতিদিন প্রাতঃকাল হয়তে নগর পরিক্রমা ও সন্ধায় তুলশী আরতি নিবেদন এবং অত্র মাসের শেষে ইংরেজী সনের ১৫ নভেম্বর হয়তে ১৮নভেম্বর পর্যন্ত ষোড়শ প্রহর ব্যাপী শ্রীশ্রী ভগবান ব্রজানন্দের ৫৫তম বার্ষিক মহোৎসব করেন। এই বৎসর ১৫ই নভেম্বর ২০২২খ্রী: সোমবার সন্ধা ৬ ঘটিকায় গীতাপাঠ করেন দেউন্দি চা বাগানের উজ্জল দাশ ও ভগবত পাঠ করেন রঘুনন্দন চা বাগানের শান্তপ্রসাদ চৌহান। সন্ধা ৭ ঘটিকায় ভজন সংগীত । রাত ৮ ঘটিকায় সন্ধা আরতি ও তুলশী আরতি। রাত ৮.৪৫ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান দেউন্দি চা বাগান। রাত ১০ ঘটিকায় ৫৫ তম মহোৎসব এর শুভ অদিবাসের সূচনা, পরিচালনা করেন। ১৬ ই নভেম্বর ২০২২খ্রী: শনিবার ব্রাহ্মমূহর্ত হয়তে শ্রীশ্রী ভগবান ব্রজানন্দের তারকব্রহ্ম নাম সংকীর্তন শুভারম্ভ ( হরে ব্রজানন্দ হরে ব্রজানন্দ গৌর হরি বাসসুদেবো রামনারায়ণ হরে)। সকাল ৯ ঘটিকায় বাল্যভোগ নিবেদন। দুপুর ১ ঘটিকায় ভোগ আরতি ও ভোগরাগ নিবেদন। রাত ৮ ঘটিকায় সন্ধা আরতি ও তুলশী আরতি। ১৭ নভেম্বর ২০২২খ্রী: বৃহস্পতিবার মহাপ্রসাদ বিতরণ এবং বিশিষ্ট অতিথি ও নেতৃবৃন্দদের আস্বাধণ। ১৮ নভেম্বর সোমবার প্রাতঃকালে নাম সংকীর্তন সমাপন, নগর পরিক্রমা ও লুট। নাম সুধা বিতরন ও লীলা কীর্তন পরিবেশনা করেন, ব্রহ্মময়ী সম্প্রদায়, ঝিনাইদহ জেলা। শ্রীশ্রী প্রভু সনাতন সম্প্রদায় সিলেট জেলা। শ্রীকৃষ্ণ সম্প্রদায়, রাধাকৃষ্ণ সম্প্রদায় এবং নিত্যানন্দ সম্প্রদায় (স্থানীয়) দেউন্দি চা বাগান হবিগঞ্জ জেলা। নবনিত্যানন্দ সম্প্রদায়, শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলা । উক্ত মহোৎসব অনুষ্ঠানে ভক্তবিনদুদের উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তুলেন সিলেট বিভাগের শতশত চা বাগানের এবং সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়া উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট আওয়ামী লীগ সভাপতি আকবর হোসেন জিতু, পাইকপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওয়াহেদ আলি মাষ্টার, এবং চুনারুঘাট ও হবিগঞ্জের বিশিষ্ট নেতৃত্ববর্গরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি