মহান বিজয় মাসে ‘আলো দিশারী সামাজিক সংগঠণ’ উদ্দ্যোগে টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট খেলা আয়োজন

স্মরণ সিং,বালিশিরা ভ্যালী প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৪১ Time View

চা শ্রমিক ডটকমঃ  মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা মহান বিজয় মাসে কালিঘাট চা বাগানে ” আলো দিশারী ” সামাজিক সংগঠণ ফুটবল খেলা আয়োজন করেছে।

প্রধান অতিথি ও শুভ উদ্ধোধক উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি কালিঘাট ইউনিয়ন পরিষদ কালিঘাট চা বাগান সদস্য রন্জিত কালোয়ার, ১ ২ ৩ নং সংরক্ষিত নারী আসনে ইউনিয়ন পরিষদ সদস্যা পারুল বোনার্জী, পঞ্চায়েত কমিটি সম্পাদক নির্মল তাঁতী, সাবেক ইউপি সদস্য শামসুল ইসলাম, ৮ নং কালিঘাট ইউনিয়ন আওয়ামিলীগ সহ সভাপতি নিরাকার তাঁতী, সংগঠণের সভাপতি পরিতোষ তাঁতী ও সম্পাদক মনোজ কুমার সাগরসহ নেতৃবৃন্দ ও স্থানীয় দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলো দিশারী সামাজিক সংগঠণ পক্ষ থেকে প্রধান অতিথিদেরকে ক্রেষ্ট প্রদান করেন।

উদ্ধোধনি খেলায় বিবিসি বর্মাছড়া চা বাগান বনাম ভাড়াউড়া চা বাগান অংশগ্রহণে বর্মাছড়া বিবিসি ২-০ ভাড়াউড়া চা বাগান গোলে বিজয় লাভ করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হলেন বর্মাছড়া বিবিসি চা বাগানে ১২ নাম্বার জার্সিধারী ব্রায়েন টপ্প্য।
ধারাভাষ্যকার ছিলেন কালিঘাট চা বাগান কামেশ তাঁতী।
উদ্ধোধনি খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন সাজন কুমার, সহ রেফারী সন্জয় বাউরী ও হাসান আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category