চা শ্রমিক ডটকমঃ চা শ্রমিক ডটকম প্রকাশনার আজীবন ও কার্য-নির্বাহি সদস্য সাংবাদিক ওম প্রকাশ বাউরীর মাতা শ্রী রাসমনি বাউরী পৃথিবীর মায়া ছেড়ে চির-বিদায় নিয়েছেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতুঃ )। মৃতকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
গতকাল ১০ জানুয়ারি মঙ্গলবার ভোর রাত ২ টায় ১৫ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতীনসহ অসংখ্য লোককে রেখে গেছেন। এবং তার স্বামী অনেক আগে মারা গেছেন।
গতকাল মধ্যাহ্নর সময় লালচাঁন্দ চা বাগানের শ্বসানে তার অন্তেষ্টিক্রিয়া হবে। তার মৃত্যুতে চা শ্রমিক ডটকম পত্রিকার সংবাদকর্মী, চা শ্রমিক সেবক সংগঠনের সকল সদস্য সহ হবিগঞ্জ ও চুনারুঘাটের প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ঈশ্বরের কাছে তার আত্মা শান্তি জন্য কামনা করে, শোকাহত পরিবারের সব সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply