চা শ্রমিক ডটকম: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বেগমখান চা বাগানে কারিতাস সক্ষমতা প্রকল্পের কার্যক্রম গুলোতে কারিতাস সক্ষমতা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন -ডোনার -ফ্রান্সিকা (স্পেন) দাতা সংস্থা প্রতিনিধি। উনার সাথে ছিলেন –সক্ষমতা প্রকল্প P O চন্দন রোজারিও , কারিতাস সিলেট আঞ্চলিক পরিচালক – বনিফাস খংলা, চয়ন চক্রবর্তী এবং কারিতাস সক্ষমতা প্রকল্প চুনারুঘাট এর কর্মকর্তা কর্মচারী গন, জনাব মশিউর রহমান, সুমন সরকার প্রমুখ।
বেগমখান চা বাগানে আগত স্পেন প্রতিনিধিকে চা শ্রমিক আদিবাসীরা এবং বেগমখান সঞ্চয় ও ঋণদান সমিতি সদস্যরা ব্যাপক উৎসবমুখর পরিবেশে স্বাগতম জানান।
এ সময় বেগমখান উন্নয়ন যুব সংঘ এবং সমিতির পক্ষ থেকে আদিবাসীদের জনপ্রিয় ঝুমুর নৃত্য পরিবেশন করা হয়।
অতিথিদের কে বেগমখান চা বাগানে স্বাগতম জানাতে উপস্থিত ছিলেন বেগমখান ক্রেডিট ইউনিয়ন সভাপতি ভজন মাঝি, বাগান সভাপতি চন্দ্র কর্মকার, ইউপি সদস্য সিপুজন বাক্তি, সাবেক ইউপি সদস্য লক্ষীচরণ বাক্তি সহ আরো অনেকে।
Leave a Reply