চা শ্রমিক ডটকমঃ হবিগঞ্জ চুনারুঘাট উপজেলায় লস্করপুর ভ্যালী লালচান্দ চা বাগানে রবিবারে ২০/১০/২০১৯ ইং তারিখে বাংলাদেশ বাউরী সমাজ ছাত্র যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে লস্করপুর ভ্যালীতে বাউরী সমাজের কার্যকারী কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লস্করপুর ভ্যালী বাউরী সমাজের কার্যকারী কমিটি গড়ার লক্ষ্যে উপস্থিত ছিলেন লস্করপুর ভ্যালীর চা বাগান গুলো থেকে আসা বাউরী সমাজের মোরব্বী গর্ণমান ব্যক্তিবর্গ ও ছাত্র যুব
সমাজের ছেলে মেয়েরা ।উক্ত কমিটি গঠন ও মতবিনিময় সভা সভাপতিত্ব করেন লালচাঁন্দ চা বাগানের বাউরী সমাজের মোরব্বী মহোলাল বাউরী এর মাধ্যমে লস্কর ভ্যালী বাউরী সমাজের কার্যকারী কমিটি গঠন ও মতবিনিময় সভা শুরু হয় এবং বাংলাদেশ বাউরী সমাজ উন্নয়ন করার লক্ষ্যে সকল মোরব্বী ছাত্র যুবকের বক্তব্য রাখেন। মতবিনিময় সভা শেষে লস্করপুর ভ্যালী বাউরী সমাজের কার্যকারী কমিটি গঠন করা হয়।
প্রধান উপদেষ্টা হলেন ঃ মহোলাল বাউরী,( লালচান্দ চা বাগান) নিরদ বাউরী,(চন্ডিছড়া চা বাগান) তানিল বাউরী (রামগঙ্গা চা বাগান) ,চন্দন বাউরী(কাপাই চা বাগান) শ্রীবাস বাউরী( জগদীশ পুর চা বাগান, মলিন বাউরী ( চন্ডিছড়া চা বাগান) সাগর বাউরী( লালচাঁন্দ চা বাগান)!
লস্করপুর ভ্যালী বাউরী সমাজের কার্যকারী কমিটি হলেন সভাপতি, সাজন বাউরী( লালচান্দ চা বাগান) সহ সভাপতি সূচিত্র বাউরী(দেউন্দি চা বাগান) সাধারন সম্পদক রাজেন বাউরী,( জগদীশপুর চা বাগান) যুগ্ম সাধারণ, নান্টু বাউরী,(দেউন্দি চা বাগান) সাংগঠনিক সম্পাদক, কর্ন বাউরী(জগদীশপুর চা বাগান) সহ সাংগঠনিক সম্পাদক, স্বর্ন বাউরী, (দেউন্দি চা বাগান) প্রচারক ও প্রকাশনা সম্পাদক, ওম প্রকাশ বাউরী,(লালচান্দ চা বাগান) প্রমুখ।
Leave a Reply